দিনের পর দিন একাধিক মহিলাকে 'ধর্ষণ', ক্রিকেট তারকার বিরুদ্ধে এবার মুখ খুললেন হেড কোচ

West Indies Star Cricketer: গায়ানার কায়েতুর নিউজে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এক কিশোরী-সহ মোট ১১ জন মহিলা ওই অজ্ঞাত ক্রিকেটারের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ করেছেন।

West Indies Star Cricketer: গায়ানার কায়েতুর নিউজে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এক কিশোরী-সহ মোট ১১ জন মহিলা ওই অজ্ঞাত ক্রিকেটারের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ করেছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rape, Gang Rape

ওয়েস্ট ইন্ডিজের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে বহু মহিলাকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে

West Indies Cricket Board: ওয়েস্ট ইন্ডিজের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে বহু মহিলাকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এরপরই নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন স্যামি এই ঘটনায় অবশেষে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, সঠিক ন্যায়বিচার হবে। তবে পাশাপাশি তিনি এও জানিয়েছেন সঠিক প্রক্রিয়া মেনে ঘটনার তদন্ত হবে।

Advertisment

গায়ানার কায়েতুর নিউজে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এক কিশোরী-সহ মোট ১১ জন মহিলা ওই অজ্ঞাত ক্রিকেটারের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ করেছেন, যার মধ্যে কিছু ঘটনা ২০২৩ পর্যন্তও ঘটেছে বলে বলা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও ধর্ষণের অভিযোগ দায়ের হয়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্যামি পুরো বিষয়টির গুরুত্ব স্বীকার করেছেন এবং আইনি প্রক্রিয়াকে সম্মান জানানোর কথা বলেছেন।

প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক স্যামি বলেন, ‘মিডিয়ায় যা কিছু চলছে, আমরা তা জানি। আমি আমার খেলোয়াড়দের খুব কাছ থেকে চিনি, তাঁদের সঙ্গে কথা বলেছি। আমি এটুকু বলতে পারি যে আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। আমাদের সমাজও ন্যায়বিচারে বিশ্বাস রাখে।’

Advertisment

আরও পড়ুন ১১ মহিলাকে ধর্ষণের অভিযোগ, আজও 'বুক চিতিয়ে ঘুরছে' তারকা ক্রিকেটার!

তিনি আরও বলেন, ‘তবে এর জন্য একটি প্রক্রিয়া রয়েছে। অভিযোগ তোলা হয়েছে এবং আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করব যাতে সঠিক প্রক্রিয়া ও সঠিক পদ্ধতি অনুসরণ করা যায়।’

স্যামি বলেন, কোনও সিদ্ধান্তে পৌঁছানোর আগে আইনকে তার কাজ করতে দেওয়া উচিত। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত এগুলো অভিযোগ মাত্র। আমরা ন্যায়বিচার সম্পর্কে অবগত। আপনাকে তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। আমি কোনও বিচারক নই। যা কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেটাই আমাদের জানা। আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত ন্যায়বিচারই হবে।’

স্যামির কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কি কোনও তদন্ত শুরু করেছে কি না, তখন তিনি তা নিশ্চিত করতে অস্বীকার করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে গেলে, আমি এই বিষয়ে কোনও উত্তর দিতে পারছি না। তবে আমি নিশ্চিত যে তারা সঠিক প্রক্রিয়া বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।’

West Indies Sexual harassment West Indies Cricket Team