/indian-express-bangla/media/media_files/2025/06/10/VhcjWo5mMRzKS2RWr7TJ.jpg)
ছবিটি প্রতীকী
West Indies Cricket Team: একটা সময় গোটা বিশ্বে রাজত্ব করলেও ক্যারিবিয়ান ক্রিকেট দল বর্তমানে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট (Cricket) দল আপাতত নিজেদের দেশেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। ইতিমধ্যে এমন একটি খবর ভেসে উঠছে, যা শুনে সমর্থকরা কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে। এক কিংবা দুটো নয়, ১১ মহিলাকে ধর্ষণ এবং যৌন নিপীড়নের অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে। এরমধ্যে আবার একজন নাবালিকাও রয়েছে।
সেই ক্রিকেটারের নাম এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে শোনা গিয়েছে, এই ক্রিকেটার নাকি গায়ানার বাসিন্দা। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়েও খেলছেন। স্থানীয় সংবাদপত্রে ওই ক্রিকেটারকে ‘Monster in Maroon’ বলেও উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডেরও প্রতিক্রিয়া সামনে এসেছে।
India vs West Indies 3rd ODI Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?
ক্যারিবিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
স্পোর্টসম্য়াক্স চ্যানেলের প্রতিবেদন অনুসারে, ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটারের বিরুদ্ধে ১১ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরমধ্যে একজন নাবালিকাও রয়েছে। ওই ক্রিকেটার বর্তমান দলের হয়ে খেলছেন। গায়ানার স্থানীয় সংবাদপত্র Kaieteur সবার আগে খবরটা প্রকাশ্যে আনে। এই ব্যাপারে বিস্তারিত একটি রিপোর্ট পেশ করার পাশাপাশি ওই ক্রিকেটারকে ‘Monster in Maroon’ বলেও উল্লেখ করা হয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, ওই ক্রিকেটার গায়ানায় বসবাস করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটও খেলেন।
সংবাদপত্রে ওই ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি। তবে লেখা হয়েছে, 'আজও ওই ক্রিকেটার দিনের আলোয় বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেরুন রংয়ের জার্সি পরে। আন্তর্জাতিক স্তরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করে। যথেষ্ট নাম-ডাক রয়েছে। অনেকেই ওঁকে আদর্শ বলে মনে করেন। কিন্তু, যে মহিলাদের উপর অত্যাচার করেছে, তাঁরা একথা একেবারেই মনে করে না। তাঁরা মনে করেন যে এই ক্রিকেটার একজন শিকারী।'
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রতিক্রিয়া
স্পোর্টস ম্য়াক্সের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই গুরুতর অভিযোগের ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন করা হয়েছিল। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই ব্যাপারে কিছুই জানে না। বোর্ডের সভাপতি কিশোর শৈল জানিয়েছেন, 'এই ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কিছুই জানে না। সেকারণে এই ব্যাপারে কোনও মন্তব্য করা উচিত হবে না।'
West Indies Cricket Team: আচমকা এল চরম দুঃসংবাদ, হাউহাউ করে কেঁদে ভাসালেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা
গাব্বায় ওয়েস্ট ইন্ডিজ জয়ের হিরো ছিলেন
নিপীড়িত মহিলাদের মধ্যে একজনের আইনজীবী নিগেল হিউজ এই ব্যাপারে স্পোর্টস ম্য়াক্সের সঙ্গে কথাবার্তা বলেছেন। তিনি জানিয়েছেন, ওই ক্রিকেটারের বিরুদ্ধে ২ বছর আগেই অভিযোগ আনা হয়েছিল। এমনকী, একটি তদন্তও হয়েছিল। কিন্তু, তারপর কোনও শুনানি হয়নি। হিউজের কথায়, ওই ক্রিকেটার ২০২৪ সালে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত জয়ের নায়ক ছিলেন। গায়ানায় ফেরার পর ওই ক্রিকেটারকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল। এরপর গোটা বিষয়টা ধামাচাপা পড়ে যায়। ওই ক্রিকেটারের বিরুদ্ধে না কোনও অভিযোগ দায়ের করা হয়েছে, আর না শুরু হয়েছে কোনও তদন্ত।