সিরিজের নির্ণায়ক যুদ্ধ এবার ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনে। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ভারত দ্বিতীয় ওয়ান ডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল। এর অর্থ, ভারত ত্রিনিদাদে হারলেও সিরিজ হারবে না। ড্র রেখে ফিরবে। তবে টি টোয়েন্টির মতো, ওয়ান ডে সিরিজেও দখলের লক্ষ্যে আজ বাইশ গজে হানা দেবে কোহলির দল। যাইহোক, দ্বিতীয় ম্যাচের পরে কোহলি জানিয়েছিলেন, ব্যাট করার পক্ষে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল মোটেই আদর্শ নয়। তাই হার্ড হিটারদের সফল হওয়ার সম্ভবনা বেশ কম। বরং ধৈর্য্য নিয়ে উইকেটে পড়ে থাকতে পারলে সাফল্য আসতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। ওয়েস্ট ইন্ডিজও সিরিজে সমতা ফেরাতে মরিয়া। এমন অবস্থায় পিচই ফ্যাক্টর হতে পারে ফলাফলে।
কোহলি ব্য়াট হাতে দারুণ ফর্মে রয়েছেন। নিকোলাস পুরান দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছাপ রাখতে শুরু করেছেন। ঋষভ পন্থ হাজির সারপ্রাইজ প্যাকেজ নিয়ে। ম্যাচে প্রভাব ফেলতে পারেন দুই দলের অলরাউন্ডাররা- রস্টন চেজ, কার্লোস ব্রেথওয়েট এবং রবীন্দ্র জাদেজাদের মতো তারকারা।
ড্রিম ইলেভেন-এর তালিকায় দেখা যাচ্ছে, তুখোড় ফর্মের জন্য ভুবনেশ্বর কুমার নিজের স্থান ধরে রেখেছেন।কেমার রোচের পরিবর্তে কিমো পলকে রাখা হয়েছে একাদশে। নভদীপ সাইনি নিজের ওয়ানডে অভিষেক হয়তো আজকেই ঘটাচ্ছেন।
আরও পড়ুন অনন্য় রেকর্ডের সামনে দাঁড়িয়ে কুলদীপ, মাইলস্টোন স্পর্শ করতে প্রয়োজন চার উইকেট
India vs West Indies, 3rd ODI Preview: সিরিজ জয়ের লক্ষ্য়ে ভারত, চিন্তায় ধাওয়ানের ফর্ম
ভারত স্কোয়াডঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, নিকোলাস পুরান, শিমরান হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়েন অ্যালান, শেলডন কটরেল, কেমার রোচ, জন ক্যাম্ববেল, কিমো পল, ওশানে থমাস
ভারতের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, নিকোলাস পুরান, শিমরান হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়েন অ্যালান, শেলডন কটরেল, কিমো পল
দুই দলের ড্রিম ইলেভেনঃ এভিন লুইস, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, নিকোলাস পুরান, কার্লোস ব্রেথওয়েট, জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, শেলডন কটরেল, নভদীপ সাইনি
Read the full article in ENGLISH