WFI Chief: কুস্তিগিরদের আন্দোলনে জোর ধাক্কা, ব্রিজভূষণের শাকরেদ সঞ্জয় সিং ডব্লিউএফআই প্রধান হয়েই একলাফে এশিয়ান কমিটিতে

WFI Chief Sanjay Singh Elected as UWW-Asia Bureau Member: কুস্তিগিরদের আন্দোলনে জোর ধাক্কা, ব্রিজভূষণের শাকরেদ সঞ্জয় সিং ডব্লিউএফআই প্রধান হতেই একলাফে এশিয়ান কমিটিতে।

WFI Chief Sanjay Singh Elected as UWW-Asia Bureau Member: কুস্তিগিরদের আন্দোলনে জোর ধাক্কা, ব্রিজভূষণের শাকরেদ সঞ্জয় সিং ডব্লিউএফআই প্রধান হতেই একলাফে এশিয়ান কমিটিতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanjay Singh: ভারতীয় কুস্তি ফেডারেশনের কর্তা সঞ্জয় সিং

Sanjay Singh: ভারতীয় কুস্তি ফেডারেশনের কর্তা সঞ্জয় সিং। (ছবি- এক্সপ্রেস)

WFI Chief Sanjay Singh Elected UWW-Asia Bureau Member: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WFI) সভাপতি সঞ্জয় সিং ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)-এশিয়া ব্যুরোর সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার আম্মানে অনুষ্ঠিত ইউডব্লিউডব্লিউ সাধারণ পরিষদে নির্বাচনে তিনি ৩৮টির মধ্যে ২৮টি ভোট পেয়ে জয় লাভ করেন। এর ফলে শ্লীলতাহানির অভিযোগে আন্দোলনকারী দেশের সেরা কুস্তিগির ভিনেশ ফোগত, সাক্ষী মালিকদের আন্দোলন আরও একবার বড় ধাক্কা খেল। কারণ, আন্দোলনকারী কুস্তিগিরদের অভিযোগ ছিল, এই সঞ্জয় সিং অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের ডানহাত বলে পরিচিত।

Advertisment

ওই আন্দোলনের জেরে কুস্তি ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ক্রীড়ামন্ত্রক সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সঞ্জয় সিং কুস্তি ফেডারেশনের শীর্ষকর্তা নির্বাচিত হয়েছেন। আর, এবার তিনি এশীয়স্তরেও ভারতীয় কুস্তির হয়ে কর্তার দায়িত্ব পেলেন। গত প্যারিস অলিম্পিকে ব্যর্থতার সময় ভিনেশ ফোগত দেশের কয়েকজন কুস্তি বিভাগের কর্তার বিরুদ্ধে তাঁকে হারানোর ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ করেছিলেন। সেই তালিকায় সঞ্জয় সিং-ও ছিলেন। 

অভিযুক্ত সঞ্জয় সিং এবার এশীয়স্তরে কুস্তি বিভাগের কর্মকর্তা নির্বাচিত হওয়ায়, ওই কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভিনেশ-সহ কুস্তিগিরদের দাবি, আর পিছনে চলে গেল। যদিও সোমবারের নির্বাচনের ফলে ভারতীয় কুস্তির আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি আরও শক্তিশালী হল। ডব্লিউএফআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই নির্বাচনের মাধ্যমে ভারতীয় কুস্তির আন্তর্জাতিক স্বীকৃতি আরও দৃঢ় হল এবং এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি।'

Advertisment

সঞ্জয় সিং-এর আগে ডব্লিউএফআই (WFI)-এর প্রাক্তন প্রধান ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। সেই ব্রিজভূষণই যৌন হয়রানির অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। যার জেরে ভারতীয় অলিম্পিক কমিটি ডব্লিউএফআই (WFI)-এর প্রশাসনকে একটি অস্থায়ী কমিটির অধীনে রেখেছিল। আর, ইউডব্লিউডব্লউ (UWW) ভারতীয় কুস্তিকে নিষিদ্ধ করেছিল। এই পরিস্থিতিতেই সঞ্জয় সিং নির্বাচনে জয়ী হলে তিন দিনের মধ্যে ক্রীড়া মন্ত্রক আবারও ডব্লিউএফআই (WFI)-কে নিষিদ্ধ করেছিল।

আরও পড়ুন- নতুন ‘Whistle Podu’ গানে CSK তারকাদের নাচ, ধোনি রইলেন শান্ত মেজাজে

সম্প্রতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যার ফলে ভারতীয় কুস্তিগিররা এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। নির্বাচনে জয়ের পর সঞ্জয় সিং বলেন, 'এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত জয় নয়, এটি ভারতীয় কুস্তির বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। আমি ইউডব্লিউডব্লিউ (UWW)-এশিয়ার সঙ্গে কাজ করে এশিয়া মহাদেশজুড়ে কুস্তির বিস্তার ঘটাতে চাই।'   

Wrestling Sports News WFI Brij Bhushan Sharan Singh sports