Advertisment

IND vs BAN: ইতিহাস লেখার পর কী বলছে কোহলিদের টুইটার?

দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছায় ভেসে গিয়েছে টিম ইন্ডিয়া। এই প্রতিবেদনে রইল গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট জেতার পর কোহলি অ্যান্ড কোং কী লিখল টুইটারে।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

'টিম ইন্ডিয়া (বিসিসিআই)

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ভারত বুঝিয়ে দিয়েছে যে, তারা এখন কোন পর্যায় ক্রিকেটটা খেলছে। কখনও ব্য়াটসম্য়ানরা কথা বলছেন তো কখনও জ্বলে উঠছেন বোলাররা। এককথায় টিম গেমের নিদর্শন রেখেই একের পর এক টিমকে উড়িয়ে দিচ্ছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

Advertisment

ইন্দোরের পর কলকাতাতেও ভারত ইনিংসে জিতেছে। বুঝিয়েছে ম্য়াচে তাদের আধিপত্য়। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চারটি টেস্টে ভারত ইনিংসে জয় পেয়েছে। এর সঙ্গেই টানা ডজন হোম সিরিজ জয়ের কৃতিত্বও অর্জন করলেন কোহলিরা। দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছায় ভেসে গিয়েছে টিম ইন্ডিয়া। এই প্রতিবেদনে রইল গোলাপি বলে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট জেতার পর কোহলি অ্যান্ড কোং কী লিখল টুইটারে।

আরও পড়ুন-গাব্বায় গোলাপি বলে টেস্ট খেলার প্রস্তাব কোহলিকে

গোলাপি বলে সাফল্যের সঙ্গে টেস্ট আয়োজন করার পরে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গােপাধ্য়ায় জানাচ্ছেন, শুধু কলকাতা নয়, দেশের অন্যত্রও এই খেলা ছড়িয়ে দিতে হবে। "আশা করি এই খেলা দেশের অন্যান্যও ছড়িয়ে দিতে পারব আমরা " বলছেন তিনি।

Virat Kohli Bangladesh India
Advertisment