শেষ ছ’বছর একে অপরের সঙ্গে রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দু’বছর আগে ইতালিতে চার হাত এক হয়েছিল। কিন্তু তার আগে থেকেই তাঁদের প্রেমপর্ব। টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন আর বলিউডের অভিনেত্রীর প্রথমবার দেখা হয়েছিল ২০১৩ সালে। একটি শ্য়াম্পুর বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই বিরাট-অনুষ্কার আলাপ হয়। বাকিটা ইতিহাস। এখন তাঁরা দেশের সবচেয়ে চর্চিত জুটি। সেলিব কাপল। বিরুষ্কা আজ নিজেই একটা ব্র্য়ান্ড।
সম্প্রতি বিরাট এসেছিলেন মার্কিনি টেলিভিশন উপস্থাপক গ্রাহাম বেনসিঙ্গারের শো-তে। ‘ইন ডেপথ উইথ গ্রাহাম বেনসিঙ্গার’-এ এসে বিশ্বের অন্য়তম সেরা ব্য়াটসম্য়ান জানালেন, অনুষ্কার সঙ্গে তাঁর প্রথম কথা কী হয়েছিল। বাইশ গজে বোলারদের কাছে ত্রাস কোহলি, কিন্তু সেই অকুতোভয় ব্য়াটসম্য়ানই অনুষ্কার সঙ্গে প্রথম আলাপে একটু হকচকিয়ে গিয়েছিলেন। ছিলেন নার্ভাস। সাফ স্বীকারোক্তি বিরাটের।
আরও পড়ুন: অ্যান্টিগায় ইয়টে মাতলেন বিরুষ্কা, জেট-স্কির মজায় কুলদীপ-জাদেজা
বিরাট বলছেন, “আমার যখন ওর সঙ্গে প্রথম দেখা হয়েছিল, আমি নার্ভাসনেস কাটাতে শুরুতেই একটা জোক বলেছিলাম, কারণ আমি বুঝতেই পারছিলাম না, আমাকে কী করতে হবে শুটিং সেটে! আমি কিছুটা থতমত খেয়েই দাঁড়িয়ে ছিলাম। আর জোকটা বলার পর বুঝেছিলাম, যে সেটা একেবারেই বলা উচিত ছিল না। ও আমার থেকে লম্বা। আরি আমি ছ’ফুটের ওপর নই। তারওপর ও অনেক লম্বা হিল পরেছিল। আমার থেক অনেকটাই লম্বা দেখাচ্ছিল ওকে। আমি অনুষ্কাকে বলেছিলাম, আর লম্বা হিল পেলে না তুমি? যেটা শুনে অনুষ্কা বলেছিল, এক্সকিউস মি! আমি তখন সঙ্গে সঙ্গে বলি, আমি মজা করছিলাম। আমি বুঝেছিলাম অসময় একটা জোক বলে ফেলেছি। সত্য়ি বলতে ভীষণ বোকা ছিলাম। অন্য়দিকে ও সেরকম আত্মবিশ্বাসী। নিয়মিত শুটিং সেটে আসা অভ্য়াস ছিল অনুষ্কার। আমি একেবারেই নতুন”
Read full story in English