বুধবারেই আইলিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। কল্যাণীতে প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর এফসি। গত মরশুমে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয়েছিল ইস্টবেঙ্গলের। শেষদিনে গোকুলম কেরালাকে হারালেও চেন্নাই সিটি এফসি-র কাছে এক পয়েন্টে পিছিয়ে পড়ে।
গত মরশুমে আলেহান্দ্রো মেনেন্ডেজের কোচিংয়েই ঘরের মাঠে ড্র করেছিল কাশ্মীরের বিপক্ষে। তবে শ্রীনগরে অ্যাওয়ে ম্যাচে ৩ পয়েন্ট পকেটে পুরেছিল। সেটাই আপাতত নতুন মরশুমে কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামার আগে মানসিকভাবে এগিয়ে রাখছে ইস্টবেঙ্গলকে।
ডার্বি বাদে এবার কল্যাণীতেই হোম ম্যাচ খেলতে হবে কলকাতার দুই প্রধানকে। সেই ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগে ইস্টবেঙ্গল বস আলেহান্দ্রো বলছিলেন, “রিয়াল কাশ্মীর কঠিন প্রতিপক্ষ। ওদের রক্ষণ ভাঙা ভীষণ মুশকিল। আমরা প্রত্যেকেই জানি, মাঠে রিয়াল কাশ্মীর কতটা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারে। ভাল খেলতে আমরা মুখিয়ে। মাঠে নেমে নিঁখুত ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি সুযোগের সদ্ব্যবহার করতে হবে আমাদের।”
আরও পড়ুন কাশ্মীরের রক্ষণ ভাঙতে আলেহান্দ্রোর ভরসা উইং প্লে
পাশাপাশি তিনি আরও জানান, “আইলিগে এবার ট্রফি জিততে হলে হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতেই হবে। নাহলে লিগের শেষদিকে সমস্য়ায় পড়তে হতে পারে। আমার বিশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”
রিয়াল কাশ্মীর গত মরশুমে স্বপ্নের ফুটবল উপহার দিয়েছে। প্রথমবার আইলিগে কোনও কাশ্মীরের দল হিসেবে খেলতে নেমেই তৃতীয় স্থান অর্জন করে। একসময় ইস্টবেঙ্গল, চেন্নাই সিটি এফসির সঙ্গে খেতাব জয়ের বিষয়ে অন্যতম দাবিদার ছিল রিয়াল কাশ্মীর এফসি। ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল কাশ্মীর প্রথম আইলিগ অভিযান শেষ করেছিল।
রিয়াল কাশ্মীরের হয়ে এবারেও ফুল ফোটাতে পারেন কোচ ডেভিড রবার্টসনের পুত্র ম্যাসন রবার্টসন। যেকোনও পজিশনে খেলতে দক্ষ ম্যাসন। গতবার বেশ কিছু ম্যাচ তিনি একাই কাশ্মীরকে জিতিয়েছিলেন। পাশাপাশি, কোচ রবার্টসনকে ভরসা জোগাতে থাকছেন নেরোকা এফসি-র প্রাক্তন স্ট্রাইকার সুভাষ সিং, উইঙ্গার ক্যালাম মিচেল হিগিনবোথাম। স্কটিশ চ্যাম্পিয়নশিপ দল ডানফারমিলনে অ্যাথলেটিক ক্লাব থেকে যিনি সদ্য কাশ্মীরে যোগ দিয়েছেন।
আরও পড়ুন শতবর্ষের চমক! ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলতে পারে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ কখন?
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচটি বুধবার ৪ ডিসেম্বর খেলা হবে।
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ শুরু হচ্ছে কখন?
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ বিকাল ৫টায় শুরু হবে।
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ কোথায় খেলা হচ্ছে?
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ বিকাল ৫টায় কল্যাণী পুরসভার কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত হবে।
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ ডি স্পোর্টসে সম্প্রচারিত হবে।
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচ লাইভ স্ট্রিমিং দেখবেন কীভাবে?
ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর ম্যাচটি জিও টিভি ও এয়ারটেল টিভিতে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
Read the full article in ENGLISH