India vs New Zealand 1st T20I Live Streaming: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ছিনিয়ে নিয়েছে ভারত। পঞ্চাশ ওভারের ক্রিকেট আপাতত অতীত। ভারতের সামনে এখন তিন ম্য়াচের টি-২০ সিরিজ। আগামিকাল সিরিজের প্রথম ম্যাচ। যেখানে রোহিতরা পঞ্চম ওয়ান-ডে জিতেছিলেন, ওই মাঠেই তাঁরা খেলবেন প্রথম টি-২০ ম্যাচটি। দেখে নিন কখন আর কোথায় এই ম্যাচ দেখতে পাবেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে জারি থাকবে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা
When and Where to Watch India vs New Zealand 1st T20I Live Streaming
ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ কবে?
বুধবার, ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ।
ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ কখন শুরু?
ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু। লাইভ সম্প্রচার তার ৩০ মিনিট আগেই শুরু হয়ে যাবে।
কোন কোন টিভি চ্যানেলে ভারত বনাম ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ দেখা যাবে?
স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি, এই চ্যানেলগুলোর এইচডি প্ল্যাটফর্মেও (হিন্দি ও ইংরাজিতে) দেখা যাবে ম্যাচ। এই সিরিজের সরকারি সম্প্রচারক স্টার। ডিডি ন্যাশনাল (ডিডি ওয়ান), ডিডি স্পোর্টসেও খেলা দেখা যাবে।
অনলাইনে ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ দেখা যাবে কীভাবে?
হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে https://bengali.indianexpress.com/sports/-এ