Advertisment

Ind vs New Zealand Live, 1st T20: কখন আর কোথায় দেখবেন ম্যাচ?

When and Where to Watch India vs New Zealand 1st T20I Live Streaming: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ছিনিয়ে নিয়েছে ভারত। পঞ্চাশ ওভারের ক্রিকেট আপাতত অতীত। ভারতের সামনে এখন তিন ম্য়াচের টি-২০ সিরিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand T20, India vs New Zealand 2019

India vs New Zealand T20, India vs New Zealand 2019

India vs New Zealand 1st T20I Live Streaming: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ ৪-১ ছিনিয়ে নিয়েছে ভারত। পঞ্চাশ ওভারের ক্রিকেট আপাতত অতীত। ভারতের সামনে এখন তিন ম্য়াচের টি-২০ সিরিজ। আগামিকাল সিরিজের প্রথম ম্যাচ। যেখানে রোহিতরা পঞ্চম ওয়ান-ডে জিতেছিলেন, ওই মাঠেই তাঁরা খেলবেন প্রথম টি-২০ ম্যাচটি। দেখে নিন কখন আর কোথায় এই ম্যাচ দেখতে পাবেন।  

Advertisment

India vs New Zealand 1st T20I Live Streaming:

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে জারি থাকবে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা

When and Where to Watch India vs New Zealand 1st T20I Live Streaming

ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ কবে?

বুধবার, ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ

ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ  কোথায় খেলা হবে?

ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ  ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে হবে।

ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ  কখন শুরু?

ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ  ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু। লাইভ সম্প্রচার তার ৩০ মিনিট আগেই শুরু হয়ে যাবে।

কোন কোন টিভি চ্যানেলে ভারত বনাম ভারত বনাম নিউজিল্যান্জের প্রথম টি-২০ ম্যাচ   দেখা যাবে?

স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস টু, স্টার স্পোর্টস টু এইচডি, এই চ্যানেলগুলোর এইচডি প্ল্যাটফর্মেও (হিন্দি ও ইংরাজিতে) দেখা যাবে ম্যাচ। এই সিরিজের সরকারি সম্প্রচারক স্টার। ডিডি ন্যাশনাল (ডিডি ওয়ান), ডিডি স্পোর্টসেও খেলা দেখা যাবে।

অনলাইনে ভারত বনাম নিউজিল্যান্জের পঞ্চম ওয়ান-ডে ম্যাচ  দেখা যাবে কীভাবে?

হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে https://bengali.indianexpress.com/sports/-এ

India BCCI New Zealand
Advertisment