সীমিত ওভারের সিরিজ শেষ। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিয়ে ভারত খেলতে নামছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওয়েলিংটনে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। টি২০তে ভারত ৫-০ উড়িয়ে দিলেও একদিনের সিরিজে আবার ভারতকে চূর্ণ করেছে কিউয়িরা। এবার টেস্টের লড়াই।
সাম্প্রতিককালে নিউজিল্যান্ড এমন পিচ তৈরি করেছে, যেখানে প্রথম দু-দিন সামলে দিতে পারলে, ব্যাটসম্যানদের পক্ষ পিচ অনেকটাই সহড হয়ে যায়। ২০১৬ সাল থেকে নিউজিল্যান্ডের ক্রিকেটে ট্রেন্ড বলছে, প্রথমে ব্যাটিং করার বদলে বোলিং করা দল বেশিবার জিতেছে। যদিও ক্যাপ্টেন কোহলির টস-ভাগ্যের নিরিখে এই রেকর্ড একটু বিড়ম্বনার। বিদেশে কোহলি টসে জিতে যতবার ব্যাটিং নিয়েছে, ততবার টিম ইন্ডিয়া অপ্রতিরোধ্য থেকেছে। বরং কোহলি টস জিতে বোলিং করলেই হারের রেকর্ড বেশি।
আরও পড়ুন প্রথম টেস্টে বাদ পড়ছেন কেকেআরের তারকা, ইঙ্গিত দিলেন কোহলি
ভারতীয় ব্যাটসম্যানদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্টকে। যদিও ম্যাট হেনরিকে স্কোয়াডে ডাকা হয়েছে ব্য়াক আপ হিসেবে। কোনও কারণে প্রথম সন্তান জন্মের কারণে ওয়াগনার খেলতে না পারলে পরিবর্ত হিসেবে খেলানো হবে ম্যাট হেনরিকে।
রেকর্ডের মুখে দাঁড়িয়ে কোহলিও। আর একটি শতরান করলেই তিনি বিশ্বক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানকারীর নজির গড়ে ফেলবেন। অধিনায়ক হিসেবেও সববেশি সেঞ্চুরি হাকানোর নজির গড়ে ফেলবেন তিনি।
আরও পড়ুন কোহলির গলায় অবসরের সুর! জানিয়ে দিলেন আর ক-বছর খেলবেন
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি ২১ ফেব্রুয়ারি, শুক্রবার।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত হবে।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি ভারতীয় সময় মাঝরাত ৩টায় শুরু। টস হবে রাত ২.৩০-এ।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।
আরও পড়ুন প্রচণ্ড ভিড়ে চিড়ে-চ্যাপ্টা ধোনি, বাঁচালেন মহিলা! রইল ভাইরাল ভিডিও
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।
নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।