Advertisment

হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টিম কোহলি, মাঝরাতে কোথায়-কখন খেলা

ক্রাইস্টচার্চে একাধিক জায়গায় পরিবর্তনের সম্ভবনা। একাধিক জায়গায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রবি শাস্ত্রী। পরিবর্তন ঘটিয়ে জিততে মরিয়া টিম কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

অনুশীলনে টিম ইন্ডিয়া (বিসিসিআই)

প্রথম টেস্টে শোচনীয়ভাবে হেরেছে ভারত। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই পর্যুদস্ত হয়েছে টিম ইন্ডিয়া। ক্রাইস্টচার্চে এবার সিরিজে সমতা ফেরানোর ম্যাচ। ওয়েলিংটনের রিপিট টেলিকাস্ট ক্রাইস্টচার্চেও হলে সমস্যা আরও বাড়বে টিম ইন্ডিয়ার। এতদিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজেয় ছিল ভারত। তবে কিউয়িল্যান্ডে এসে সেই অপরাজেয় তকমা হারিয়েছে কোহলির ভারত।

Advertisment

ক্রাইস্টচার্চে একাধিক জায়গায় পরিবর্তনের সম্ভবনা। একাধিক জায়গায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন রবি শাস্ত্রী। ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গী হিসেবে পৃথ্বী শ নাকি শুবমান গিল, অশ্বিন-জাদেজা, ঋদ্ধিমান সাহা-ঋষভ পন্থের মধ্যে প্রথম একাদশে কাকে রাখা হবে, তা শনিবার সকালেই চূড়ান্ত করা হবে। জানিয়েছেন কোচ শাস্ত্রী। এদিকে, চোট পেয়ে দলের একনম্বর পেসার ইশান্ত শর্মা ছিটকে গিয়েছেন। খেলবেন উমেশ যাদব।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৯ ফেব্রুয়ারি, শনিবার।

আরও পড়ুন ধোনির গ্যারাজে দুর্লভ বাইকের সংগ্রহ, কোটিপতিদেরও চোখ টাটাবে

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি ক্রাইস্টচার্চের হেগলে ওভালে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচটি ভারতীয় সময় মাঝরাত ৩টায় শুরু। টস হবে রাত ২.৩০-এ।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।

আরও পড়ুন ধোনির জন্য নিয়ম আলাদা কেন! মাহিকে নিয়ে বেফাঁস কপিল দেব

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/

ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।

নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।

Read the full article in ENGLISH

cricket New Zealand
Advertisment