টি২০তে ভারত হোয়াইটওয়াশ করে আকাশে উড়ছিল। তবে মাত্র একসপ্তাহের ব্যবধানে পরিস্থিতি পুরো ঘুরিয়ে দিয়েছে নিউজিল্য়ান্ড। একদিনের সিরিজে ভারত এবার হোয়াইটওয়াশের আশঙ্কায় কাঁপছে। টি২০ সিরিজ অতীত করে যে একদিনের ক্রিকেটে নতুন চেহারায় ঝাঁপাবে কিউয়িরা, তা হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতেই বোঝা গিয়েছিল। পাহাড়প্রমাণ ৩৪৮ রান তাড়া করে নিউজিল্যান্ড কার্যত কোনও ঘাম না ঝড়িয়েই জিতে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি। জাদেজা শেষদিকে রূদ্ধশ্বাস লড়াই চালালেও ফিনিশিং লাইন পেরোতে পারেনি ভারত।
অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে কিউয়িরা ব্যাট হাতে সেরকমভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তবে বল হাতে সেই আক্ষেপ পুষিয়ে দিয়েছেন সাউদি-জামেসনরা। এক ম্যাচ বাকি থাকতেই ভারত আপাতত সিরিজ হেরে বসেছে। তাড়া করছে এবার হোয়াইটওয়াশ আতঙ্ক।
আরও পড়ুন বসত জমি বেচে সর্বস্বান্ত হয়েছিলেন বাবা! ছেলে আজ বিশ্বকাপের ফাইনালে
পঞ্চম টি২০ ম্যাচ যেখানে খেলা হয়েছিল সেই মাউন্ট মাউনগানুইয়ে খেলা তৃতীয় একদিনের ম্যাচ। তৃতীয় একদিনের ম্যাচ এখন কার্যত ডেড রাবার! তবে ভারতকে সম্মানরক্ষার লড়াইয়ে জিততেই হবে। ভারত আপাতত রিজার্ভ বেঞ্চের নতুন কিছু মুখকে পরখ করার চেষ্টা চালাবে। কেদার যাদব ব্যর্থ হওয়ায় প্রথম একাদশে ফিরতে পারেন মণীশ পাণ্ডে। পাশাপাশি ঋষভ পন্থকেও দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। টানা দু-ম্যাচে ব্যর্থ হলেও পৃথ্বী শ-মায়াঙ্ক আগারওয়ালকে শেষ ম্যাচেও খেলাবেন কোহলি। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর এমনটাই।
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ কবে?
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচটি ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার।
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচটি মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন আজ বিরাটের ভরা সংসার! একসময়ে ব্রাজিলিয়ান সুন্দরীতে মজেছিলেন তারকা
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচটি ভারতীয় সময় সকাল ৭.৩০-এ শুরু। টস হবে সকাল ৭টায় সময়।
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।
ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/