India vs New Zealand Semi Final Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্যাচ?

When and Where to Watch India vs New Zealand Semi Final Live: আগামিকাল চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। নক-আউট পর্যায়ের ম্য়াচের শুরাম্ভ হচ্ছে বিশ্বকাপে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি যুযুধান দুই পক্ষ।

When and Where to Watch India vs New Zealand Semi Final Live: আগামিকাল চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। নক-আউট পর্যায়ের ম্য়াচের শুরাম্ভ হচ্ছে বিশ্বকাপে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি যুযুধান দুই পক্ষ।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand Live Streaming, IND vs NZ 2019 Live Telecast

India vs New Zealand Live Streaming, IND vs NZ 2019 Live Telecast

India vs New Zealand 1st Semi Final Live Streaming: আগামিকাল চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। নক-আউট পর্যায়ের ম্য়াচের শুরাম্ভ হচ্ছে বিশ্বকাপে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি যুযুধান দুই পক্ষ। লিগ তালিকার ফার্স্টবয় ভারতের (১৫ পয়েন্ট) মুখোমুখি চারে শেষ করা নিউজিল্যান্ড (১১ পয়েন্ট)। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড। লিগের ম্যাচে তাদের দেখা হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য় শেষ পর্যন্ত ভারত-নিউজিল্যান্ড ম্য়াচটি ভেস্তে গিয়েছিল।
Advertisment
ওল্ড ট্র্যাফোর্ডে সেমির ম্যাচেও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে মঙ্গলবার। এমনটাই জানাচ্ছে স্থানীয় আবহাওয়া দফতর। ব্রিটেনের আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার ম্যাঞ্চেস্টারের শুষ্ক আবহাওয়া থাকবে। রোদও উঠবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কিন্তু ক্রিকেট ফ্যানেরা চাইবেন কেন বনাম কোহলির হেভিওয়েট মহারণের সাক্ষী থাকতে। আপনিও নিশ্চই তাঁদের মধ্য়েই একজন। জেনে নিন কোথায় আর কখন এই ম্য়াচ দেখতে পারবেন!
Advertisment
 
 ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্যাচ কবে?

বৃহস্পতিবার, ৯ জুন অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্যাচ।

আরও পড়ুন ম্যাচের লাইভ আপডেটঃ শুরুতেই বুমরা ফেরালেন গাপ্টিলকে, ক্রিজে উইলিয়ামসন

ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্য়াচ কোথায় খেলা হবে?

ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্য়াচটি অনুষ্ঠিত হবে।

ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্য়াচ কখন শুরু?

ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল তিনটের সময়। টস হবে প্রথা মেনে ম্য়াচ শুরুর তিরিশ মিনিট আগে।

কোন  টিভি চ্যানেলে ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্য়াচ দেখা যাবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্যাচ।

অনলাইনে ভারত বনাম নিউজিল্য়ান্ড সেমিফাইনাল ম্যাচ কোথায় দেখা যাবে?

হটস্টার ডট কমে এই ম্যাচ সরাসরি দেখা যাবে। এ ছাড়া দেখা যাবে https://bengali.indianexpress.com/sports/-এ

India New Zealand Cricket World Cup