India vs South Africa 1st T20I Live Streaming: আর কয়েক ঘণ্টা পরেই বিরাট কোহলির টিম ইন্ডিয়া কুইন্টন ডি ককের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজের শুভারম্ভ করছে। ধরমশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এই ম্য়াচ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ সেপ্টেম্বর মোহালিতে দ্বিতীয় টি-২০। সিরিজের শেষ ও তৃতীয় টি-২০ ম্য়াচটি হবে ২২ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ কবে হবে?
রবিবার, ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ কোথায় খেলা হবে?
ধরমশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচ কখন শুরু?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ শুরু সন্ধ্য়া সাতটা থেকে।
কোন টিভি চ্যানেলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ দেখা যাবে?
স্টার নেটওয়ার্কে (Star Sports 1 SD/HD, Star Sports 2 SD/HD, Star Sports 1 Hindi SD/HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Telugu, Star Sports 1 Kannada, Star Sports 1 Bangla) দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ।
অনলাইনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্য়াচ কোথায় দেখা যাবে?
হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং সরাসরি দেখা যাবে। পাশাপাশি www.indianexpress.com -এ চোখ রাখতে পারেন লাইভ আপডেটসের জন্য।
ভারতের টি-২০ দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), কেএল রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খালিল আহমেদ, দীপক চাহার ও নবদ্বীপ সাইনি।
দক্ষিণ আফ্রিকার টি-২০ দল: কুইন্টন ডি কক (ক্যাপ্টেন), ফান ডার ডাসেন (ভাইস-ক্যাপ্টেন), তেম্বা বাভুমা, জুনিয়র দালা, বিয়র্ন ফরটুইন, বেয়ুরান হেনরিক্স, রেজা হেনরিক্স, ডেভিড মিলার, অ্যানরিচ নর্টজে, আন্দিলে ফেহলুকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও জর্জ লিন্ডে।