scorecardresearch

বড় খবর

প্রথমবার মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা, কোথায় কখন দেখবেন খেলা?

বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে পৌঁছে যায় ভারত। প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে ভারতের মেয়েদের সামনে।

T20 World cup final
শেষ হাসি কি হাসবে ভারতের মেয়েরাই? ছবিসূত্র- বিসিসিআই টুইটার

এই প্রথমবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং ভারত। বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে পৌঁছে যায় ভারত। প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে হরমনপ্রীত কউরের দলের সামনে। এদিকে অপ্রতিরোধ্য অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া দলটিও। হরমনপ্রীত কউরের নেতৃত্বে এই প্রথমবার কোনও ক্রিকেট বিশ্বকাপ জেতার চেষ্টা করবে ভারতের মহিলা দল। উল্লেখ্য, আগামীকাল হরমনপ্রীতের জন্মদিনও। এবং মেয়ের খেলা দেখতে মাঠে হাজির থাকবেন তাঁর বাবা-মাও।ভারত-অস্ট্রেলিয়ার এই ফাইনালের সাক্ষী থাকতে পারবেন আপনিও। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোথায়, কখন দেখা যাবে খেলাটি?

কখন হবে ভারত-অস্ট্রেলিয়ার মহিলা টি-২০ বিশ্বকাপ?

আগামীকাল, রবিবার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলাদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: শাড়ি পরে ব্যাট ধরলেন মিতালী, বার্তা দিলেন ভারতীয় দলকে

কখন শুরু হবে এই খেলা?

ভারতীয় সময় দুপুর ১২.৩০ নাগাদ শুরু হবে এই ফাইনাল।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ‘উইমেন ইন ব্লু’: আসুন, আলাপটা সেরে রাখি

কোন চ্যানেলে দেখা যাবে এই খেলা?

ভারত-অস্ট্রেলিয়া মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও হটস্টার-এও দেখা যাবে লাইভ স্ট্রিমিং।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: When and where to watch live womens t20 world cup final india vs australia