এই প্রথমবার মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া এবং ভারত। বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে পৌঁছে যায় ভারত। প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে হরমনপ্রীত কউরের দলের সামনে। এদিকে অপ্রতিরোধ্য অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া দলটিও। হরমনপ্রীত কউরের নেতৃত্বে এই প্রথমবার কোনও ক্রিকেট বিশ্বকাপ জেতার চেষ্টা করবে ভারতের মহিলা দল। উল্লেখ্য, আগামীকাল হরমনপ্রীতের জন্মদিনও। এবং মেয়ের খেলা দেখতে মাঠে হাজির থাকবেন তাঁর বাবা-মাও।ভারত-অস্ট্রেলিয়ার এই ফাইনালের সাক্ষী থাকতে পারবেন আপনিও। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোথায়, কখন দেখা যাবে খেলাটি?
WATCH????️: Just 1⃣ step away from creating history ????????????
As we take on Australia in the #T20WorldCup final tomorrow, here’s a look at the top moments from #TeamIndia’s journey to the final ????
— BCCI Women (@BCCIWomen) March 7, 2020
কখন হবে ভারত-অস্ট্রেলিয়ার মহিলা টি-২০ বিশ্বকাপ?
আগামীকাল, রবিবার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলাদের টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: শাড়ি পরে ব্যাট ধরলেন মিতালী, বার্তা দিলেন ভারতীয় দলকে
কখন শুরু হবে এই খেলা?
ভারতীয় সময় দুপুর ১২.৩০ নাগাদ শুরু হবে এই ফাইনাল।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ‘উইমেন ইন ব্লু’: আসুন, আলাপটা সেরে রাখি
কোন চ্যানেলে দেখা যাবে এই খেলা?
ভারত-অস্ট্রেলিয়া মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও হটস্টার-এও দেখা যাবে লাইভ স্ট্রিমিং।
Read the full story in English