Advertisment

কেন কুলদীপকে ধমকালেন ধোনি!

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হিম শীতল মস্তিষ্কের জন্যই সারা বিশ্বে প্রসিদ্ধ। এজন্যই তিনি ক্যাপ্টেন কুল। কিন্তু বরফ মাথার মাহিও মাঝেমধ্যে মেজাজ হারান। ধোনির মাথা গরম করার গল্পই শোনালেন দেশের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni-Yadav

কেন কুলদীপকে ধমকালেন ধোনি!

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হিম শীতল মস্তিষ্কের জন্যই সারা বিশ্বে প্রসিদ্ধ। এজন্যই তিনি ক্যাপ্টেন কুল। কিন্তু বরফ মাথার মাহিও মাঝেমধ্যে মেজাজ হারান। ধোনির মাথা গরম করার গল্পই শোনালেন দেশের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

Advertisment

ঘটনাটি ঘটেছিল গত বছর ইন্দোরে। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলছিল ভারত। বিরাহ কোহলির পরিবর্তে অধিনায়কত্ব করছিলেন রোহিত শর্মা।কুলদীপকে ফিল্ডিংয়ে কয়েক’টা পরিবর্তন আনতে বলেছিলেন ধোনি। কিন্তু দেশের রিস্টস্পিনার বলেছিলেন যে, না ফিল্ডিং সেটআপ ঠিকই আছে। আর এই শুনেই বেজায় চটেন মাহি। রীতিমতো ধমকান কুলদীপকে। ‘হোয়াট দ্য ডাক’ অনুষ্ঠানে পুরো ঘটনার বর্ণণা দিলেন কুলদীপ। তাঁর সঙ্গে ছিলেন যুজবেন্দ্র চাহালও।

আরও পড়ুন: India vs England: ব্রিস্টলে ব্রিটিশদের বিরুদ্ধে জোড়া বিশ্বরেকর্ড ধোনির

কুলদীপ বলছেন, “ আমার চতুর্থ ওভারে রিভার্স সুইপে চার মেরেছিল ব্যাটসম্যান। মাহি ভাই এসে বলেছিল, কভার তুলে নিয়ে ডিপে নিয়ে যেতে আর পয়েন্টকে এগিয়ে আনতে। আমি বলেছিলাম ঠিক আছে, বদলাতে হবে না। এই শুনেই মাহি ভাই রেগে যায়। বলে আমি ৩০০ ওয়ান ডে খেলে ফেলেছি। আমাকে কী পাগল মনে হয়?”

ফিল্ডিংয়ের পরিবর্তন আনতেই যাদব উইকেট পেয়ে যান। সেই ম্যাচে ৫২ রান খরচ করে চার উইকেট পান তিনি। চাহালও চার উইকেট পেয়েছিলেন। ম্যাচে রোহিত ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। ভারচ শ্রীলঙ্কাকে ৮৮ রানে হারিয়েছিল।

Advertisment