/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/sgill.jpg)
সিনিয়র দলে সুযোগ না পেয়ে চূড়ান্ত হতাশ গিল, নির্বাচকদের দিলেন বার্তা
রবিবার দুপুরেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য় দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। তিনটি ওয়ান-ডে, তিনটি টি-২০ ও দু’টি টেস্টের জন্য় দল বেছে নিয়েছে এমএসকে প্রসাদ অ্যান্ড কোং।
২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখেই দলগঠনের কাজ শুরু করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটার সুযোগ পয়েছেন। শ্রেয়াস আয়ার, নবদীপ সাইনি, খালিল আহমেদ, মণীশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, রাহুল চাহার ও ঋষভ পন্থরা রয়েছেন। কিন্তু ব্রাত্য় রয়ে গিয়েছেন শুভমান গিল। কেন গিল সুযোগ পেলেন না ক্য়ারিবিয়ান সফরে? নেটিজেনরা এই প্রশ্নই করেছে বিসিসিআই-কে। গিলের পরিবর্তে কেদার যাদবকে দলে নেওয়ার যুক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন টিম ইন্ডিয়ার ফ্য়ানেরা।
আরও পড়ুন: ক্য়ারিবিয়ান সফরে ভারতের ইয়ং ব্রিগেডে রয়েছেন কারা?
দেখতে গেলে গিল কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে। এই মুহূর্তে তিনি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজেই। ভারতীয়-এ দলের হয়ে শেষ পাঁচ ম্য়াচে দু'টি অর্ধ-শতরান সহ ১৪৯ করেছেন তিনি। গিলের ব্য়াটিং গড় ৪৯.৬৭।
Where is #Gillpic.twitter.com/wRaM058wPc
— Shubham~The DeshBhakt (@ShubhamTheDesh1) July 21, 2019
Shubhman Gill should have been given a chance instead of waste product Kedar Jadhav
— Abhishek sharma (@i_mabhi07) July 21, 2019
Where is shubman gill giving only chances to kl rahul and kedar jadhav is it correct
— Taraka Allu (@tarakaallu) July 21, 2019
I feel so sad for this Talented Shubhman Gill, Doing so much wonders in cricket still haven't got chances into the Indian team. No wonder Sometimes our Indian cricket Management becomes so cruel!#IndvsWI
— Banna. (@iJaideep_) July 21, 2019
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের স্টার ক্রিকেটার ছিলেন গিল। পাঞ্জাবের বছর উনিশের ডানহাতি ব্যাটসম্যান দেশের জার্সিতে সর্বাধিক ৩৭২ রান (১২৪ এর গড়ে) করেছিলেন তিনি। চলতি বছর রঞ্জিতে দুরন্ত ফর্মে ছিলেন গিল। পাঞ্জাবের হয়ে ৯৮.৭৫-এর গড়ে ৭৮০ রান করেছিলেন তিনি। এমনকী তাঁর সতীর্থ ও ভারতের সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিং বলেছিলেন গিলের ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে থাকা উচিত।