Ashwani Kumar’s Sensational IPL Debut: Mumbai Indians' Young Pacer Strikes on First Ball: ২৩ বছর বয়সী আশ্বিনী কুমার, পাঞ্জাবের উদীয়মান বোলার, সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে তাঁর আইপিএল অভিষেকেই নজর কাড়লেন। তিনি প্রথম বলেই কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আউট করে বিশেষজ্ঞদের নজর কেড়েছেন।
আইপিএলে পথচলা ও অসাধারণ অভিষেক
২০২৫ সালের মেগা নিলামে মুম্বই ইন্ডিয়ানস ৩০ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে। ২০২৩ সালের 'শের-ই-পঞ্জাব' ট্রফিতে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এবং তাঁর সেই পারফরম্যান্সের মাধ্যমেই অশ্বিনী এমআই স্কাউটদের নজরে আসেন।
ম্যাচের দ্বিতীয় ওভারে দীপক চাহারের বলে কেকেআর ওপেনার কুইন্টন ডি ককের দুর্দান্ত ক্যাচ নিয়ে তিনি প্রথমবার ফিল্ডিংয়েও নিজেকে প্রমাণ করেছেন। এরপর চতুর্থ ওভারে নিজের প্রথম বলেই কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানেকে আউট করেন তিনি। যা তাঁকে রাতারাতি আলোচনায় টেনে নিয়ে এসেছে।
মুম্বাই ইন্ডিয়ানসের বর্ণনা
মুম্বই ইন্ডিয়ানস তাঁর প্রোফাইলে উল্লেখ করেছে, 'পঞ্জাবের এই বাঁহাতি পেসার তাঁর অনন্য চুলের স্টাইল এবং দুর্দান্ত বোলিং ভেরিয়েশনের জন্য ইতিমধ্যেই নজর কাড়ছেন! মুম্বই ইন্ডিয়ানসের মত সফল দলের অংশ হয়ে তিনি জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারের মত অভিজ্ঞদের কাছ থেকে আরও ভালো বোলিং শেখার সুযোগ পাবেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গুণাবলী আরও প্রকাশ পাবে।' এই কথাগুলো যে মিথ্যে নয়, কেকেআর ম্যাচেই যেন তার প্রমাণ দিয়ে দিলেন এই তরুণ পেসার।
আশ্বিনী কুমারের ঘরোয়া পারফরম্যান্স
-
প্রথম শ্রেণির ক্রিকেট: ২ ম্যাচ, ৩ উইকেট
-
‘এ’ তালিকাভুক্ত ক্রিকেট: ৪ ম্যাচ, ৩ উইকেট
-
টি-২০ ক্রিকেট: ৪ ম্যাচ, ২ উইকেট
আরও পড়ুন- বুমরা ফিরলেই ভয়ংকর কাণ্ড! আশঙ্কা থেকে কী বললেন রাজস্থানের কিংবদন্তি বোলিং কোচ?
ম্যাচ পরিস্থিতি
সোমবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বই দলে উইল জ্যাকস এবং অশ্বিনী কুমারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর, কেকেআরও একাদশ বদলেছে। দলে সুনীল নারিনকে নেওয়া হয়েছে মঈন আলির পরিবর্তে।
মুম্বইয়ের প্রধান পেসার জসপ্রীত বুমরা এখনও চোট পেয়ে দলের বাইরে আছেন। তবে, তিনি ক্রমশ সুস্থ হওয়ার পথে। সমর্থকদের আশা এবারের আইপিএলেই বুমরা দলে ফিরতে পারেন। তিনি না ফেরা পর্যন্ত, অশ্বিনী যে ভালো বিকল্প, সোমবারের ম্যাচে তা যেন প্রমাণ করতে চাইলেন পঞ্জাবের এই বোলার।