Shane Bond on Jasprit Bumrah’s Comeback: ‘Psychologically, It’s a Challenge: ভারতীয় দল এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের তারকা পেসার জসপ্রিত বুমরা চলতি বছরের জানুয়ারিতে বর্ডার-গাভাসকার ট্রফির সিডনি টেস্ট চলাকালে পিঠের ব্যথার সমস্যায় পড়েন। এরপর থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামেননি। তবে জল্পনা রয়েছে যে, তিনি চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে মাঠে ফিরতে পারেন।
প্রাক্তন মুম্বই ইন্ডিয়ানস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার শ্যেন বন্ড মনে করেন, বুমরার সময় নিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা উচিত। তিনি বলেন, 'মানসিকভাবে, এটি একটি চ্যালেঞ্জ। যখন আমার পিঠের সমস্যা ছিল, তখনও আমি খেলেছি, কিন্তু আমার পিঠের পেশিগুলো শক্ত হয়ে যেত এবং ব্যথা হত। আমি সবসময় আমার খেলোয়াড়দের বলি, যদি শুরুতেই এক সপ্তাহ বিশ্রাম নাও, তাহলে শেষ পর্যন্ত ছয় মাস বাঁচাতে পারবে। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় নিলে দীর্ঘমেয়াদে মাঠে টিকে থাকা সহজ হবে। আমি রাজস্থান রয়্যালসের দৃষ্টিকোণ থেকে বলছি না, কিন্তু আমি চাই বুমরা মাঠে ফিরে আসুক। তবে আমি চাই, ওঁকে সতর্কতার সঙ্গে ব্যবহার করা হোক, যাতে ও দীর্ঘ সময় ক্রিকেট খেলতে পারে,' বলেছেন বর্তমানে রাজস্থান রয়্যালসের এই বোলিং কোচ।
ইনজুরির ইতিহাস
বুমরা প্রথমবার ২০১৯ সালে লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারে সমস্যায় পড়েন এবং প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ২০২২ সালে আবারও তাঁর পিঠের সমস্যা দেখা দেয়, যার ফলে তিনি এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ খেলতে পারেননি। ২০২৩ সালে তিনি অস্ত্রোপচার করান এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও আইপিএল ২০২৩-এ খেলতে পারেননি। চার মাস পুনর্বাসন প্রক্রিয়ার পর, তিনি বছরের শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। বর্ডার-গাভাসকার ট্রফি-এ তিনি ১৫১ ওভার বোলিং করার পর সিডনি টেস্টে ফের পিঠের ব্যথায় ভুগতে শুরু করেন।
বোলিং অ্যাকশন বদলানোর প্রয়োজন আছে?
এ নিয়ে শেন বন্ড বলেছেন, 'আমি মনে করি না ওঁর বোলিং অ্যাকশন পরিবর্তন করার দরকার আছে। বুমরা (২০২৩ সালে) অস্ত্রোপচারের পর পুরো অস্ট্রেলিয়া সিরিজ খেলেছে এবং দুর্দান্ত পারফর্ম করেছে। সমস্যা হল, ও এক মাসে খুব বেশি ওভার বোলিং করেছে। সে এখনও কোনও নতুন ফ্র্যাকচারের শিকার হয়নি, তবে ফ্র্যাকচারের সীমার কাছাকাছি পৌঁছে গেছে।'
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একই ভুল করবে ভারত?
শেন বন্ড মনে করেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত পাঁচ ম্যাচের ইংল্যান্ড টেস্ট সিরিজে বুমরাকে অতিরিক্ত ওভার করানো থেকে বিরত থাকা। তিনি বলেন, 'ভারত যদি আবার একই ভুল করে, তাহলে একই ফলাফল পেতে পারে। আপনারা এটি করতে পারেন না। আপনাদের এমন একটি পেসার স্কোয়াড দরকার, যেখান থেকে চাইলে খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে বেছে নিতে পারবেন। কারণ যদি বুমরাকে হারান, তাহলে টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ— সবকিছুতেই সমস্যা হবে, কারণ সে সব ফরম্যাটে ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়।'
আরও পড়ুন- ভারতেই ২০২৫ এশিয়া কাপ, বৌদ্ধ তীর্থক্ষেত্রে জমে উঠবে ধ্যানচাঁদের উত্তরসূরিদের শ্রেষ্ঠত্বের লড়াই
সতর্ক সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদে উপকার পাবে ভারত
বুমরা শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের জন্য নয়, মুম্বই ইন্ডিয়ানস এবং আইপিএল-এর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার। তাই তাঁর ইনজুরি কমানোয় কোনও তাড়াহুড়ো করা উচিত নয় বলেই মনে করেন বন্ড।