Smriti Mandhana Boyfriend: জন্মদিনে বিরাট সারপ্রাইজ বয়ফ্রেন্ডের, টিম ইন্ডিয়ার তারকার প্রেমিককে চেনেন?

Smriti Mandhana-Palash Muchhal Love Story: স্মৃতি মান্ধানা দীর্ঘদিন ধরে জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অনেক সময়ই ক্রিকেট মাঠে স্মৃতির মান্ধানার ম্যাচ দেখতে চলে যান পলাশ।

Smriti Mandhana-Palash Muchhal Love Story: স্মৃতি মান্ধানা দীর্ঘদিন ধরে জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অনেক সময়ই ক্রিকেট মাঠে স্মৃতির মান্ধানার ম্যাচ দেখতে চলে যান পলাশ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Smriti Mandhana Boyfriend: স্মৃতি মান্ধানার বয়ফ্রেন্ডকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌতুহলের শেষ নেই

Smriti Mandhana Boyfriend: স্মৃতি মান্ধানার বয়ফ্রেন্ডকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌতুহলের শেষ নেই

Smriti Mandhana Boyfriend Palash Muchhal: সদ্য ২৯ বছররে পা দিয়েছেন ভারতের তারকা মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। গত ১৮ জুলাই নিজের ২৯তম জন্মদিন তিনি ইংল্যান্ডে সেলিব্রেট করেছেন। আর তাঁর জন্মদিনে স্মৃতিকে সারপ্রাইজ দিতে সোজা বিলেতে পৌঁছে যান তাঁর প্রেমিক। ইনস্টাগ্রামে প্রেমিকার জন্য একটি রোম্যান্টিক পোস্ট করেন সেই ব্যক্তি। স্মৃতি মান্ধানার বয়ফ্রেন্ডকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌতুহলের শেষ নেই। টিম ইন্ডিয়ার সুপারস্টার ক্রিকেটারের প্রেমিক কে, আসুন জেনে নেওয়া যাক-

Advertisment

স্মৃতি মান্ধানা দীর্ঘদিন ধরে জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অনেক সময়ই ক্রিকেট মাঠে স্মৃতির মান্ধানার ম্যাচ দেখতে চলে যান পলাশ। পলাশের সঙ্গে স্মৃতির প্রেম কীভাবে শুরু হয়েছিল তা জানলে আপনি অবাক হতে বাধ্য।

কীভাবে হল স্মৃতি-পলাশের প্রেম?

Advertisment

রিপোর্ট অনুযায়ী, পলাশ নিজের বোন পলকের সামনে স্মৃতিকে প্রোপোজ করেন। একটি রোম্যান্টিক গান গেয়ে বলিউডি কায়দায় স্মৃতিকে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন পলাশ। পলাশ স্মৃতির সঙ্গে প্রেম সবসময়ই সর্বজনীন ভাবে শেয়ার করেছেন। স্মৃতির সঙ্গে আকছার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন পলাশ। তাতেই বোঝা যায়, স্মৃতিকে তিনি কতটা ভালবাসেন।

স্মৃতি এবং পলাশের নেট ওয়ার্থ

উইমেন প্রিমিয়ার লিগ তথা বিশ্বের অন্যতম দামি ক্রিকেটার স্মৃতি মান্ধানা ক্রিকেট দুনিয়ার বিখ্যাত নাম। রিপোর্ট অনুযায়ী, স্মৃতি মান্ধানার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩২ থেকে ৩৩ কোটি টাকা। বছরে তিনি প্রায় ৫-৬ কোটি টাকা রোজগার করেন। তাঁর আয়ের প্রধান উৎস বিসিসিআই এবং WPL-এর চুক্তি, ম্যাচ ফি এবং বিজ্ঞাপন। স্মৃতি এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে রয়েছে ৭টি টেস্ট, ১০৩টি ওয়ানডে ও ১৫৩টি T20 ম্যাচ। অন্যদিকে, পলাশ ৪০টিরও বেশি হিট গান কম্পোজ করেছেন। তাঁর সম্পত্তিও কম না। অন্তত ৭০-৮০ কোটি টাকার নেট ওয়ার্থ পলাশের। পলাশ 'তু হি হ্যায় আশিকী', 'পার্টি তো বনতি হ্যায়'-এর মতো হিট কম্পোজিশনের জন্য বিখ্যাত।

আরও পড়ুন ২৯ বছরেই কোটি কোটি টাকার মালকিন! স্মৃতি মান্ধানা কীভাবে এত আয় করেন?

 

Palash Muchhal: স্মৃতি মান্ধানা দীর্ঘদিন ধরে জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কে রয়েছেন
Palash Muchhal: স্মৃতি মান্ধানা দীর্ঘদিন ধরে জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্কে রয়েছেন

 

স্মৃতির জন্মদিনে পলাশ সোশ্যাল মিডিয়া পোস্টে সবার মন জয় করে নেন। তিনি লেখেন, শুরু থেকেই তুমি আমার জন্য স্পেশ্যাল। আমার সবচেয়ে বড় চিয়ারলিডার এবং প্রেরণাদায়ক আত্মা। পলাশ আরও লেখেন, মাঠে এবং মাঠের বাইরে প্রচণ্ড চাপেও কীভাবে শালীনতা বজায় রাখতে হয় এবং বাস্তবে শান্ত শক্তি কী জিনিস সেটা তোমার থেকে শিখেছি। শুভ জন্মদিন স্মৃতি!

পলাশের পোস্টে স্মৃতি প্রতিক্রিয়ায় লেখেন, ধন্যবাদ আমার ছেলে! তাঁর এই কমেন্টে ২৮ হাজারেরও বেশি লাইক পড়েছে। পলাশের পোস্টে ১৪ লক্ষ লাইক পড়েছে। পলাশ খেলে 'হাম জি জান সে'-র মতো সিনেমায় কাজ করেছেন। 'কাম চালু হ্যায়' ছবির পরিচালনা করেছেন। 

Smriti Mandhana