Axar নাকি Akshar! তারকা স্পিনারের পরিচয় নিয়ে উত্তাল ক্রিকেট মহল

জাতীয় দলে দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অক্ষর প্যাটেল। ঘূর্ণিতে বধ করেছেন একের পর এক তারকা ব্যাটসম্যানদের।

জাতীয় দলে দ্রুত নিজের যোগ্যতা প্রমাণ করেছেন অক্ষর প্যাটেল। ঘূর্ণিতে বধ করেছেন একের পর এক তারকা ব্যাটসম্যানদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

Axar প্যাটেল, নাকি Akshar প্যাটেল! ভারতীয় ক্রিকেট মহলে যাঁরা তারকা স্পিনারকে চেনেন, তাঁরাও অনেকে বিভ্রান্ত হয়ে পড়েন, অক্ষর প্যাটেলের আসল নাম কী! কখনও কখনও axar কখনও আবার Akshar নামে নিজের পরিচয় দেন।

Advertisment

ঘটনা চক্রে, গত কয়েক বছর ধরেই Axar নাম-ই ব্যবহার করছেন তিনি। বোর্ডের রিলিজেও তারকা স্পিনারকে Axar নাম ব্যবহার করা হয়। তবে অক্ষর আবার সোশ্যাল মিডিয়ায় নিজের Akshar নাম ব্যবহার করেন সবসময়।

আরও পড়ুন: আউট না হয়েও ‘আউট’ কিউয়ি ওপেনার! কানপুর টেস্টে ভয়াবহ বিতর্ক, দেখুন ভিডিও

Advertisment

অক্ষরের টুইটার হ্যান্ডলের নাম @Akshar2026। ইনস্টাগ্রামে আবার 'Akshar Patel' সার্চ করলেই জ্বলজ্বল করে উঠবে তারকার প্রোফাইল।

চলতি বছরের মার্চে অক্ষরের এই নাম বিভ্রাট নিয়ে খোলসা করেন তারকার বাবা-বা। দ্য হিন্দু-কে তাঁরা জানান, Akshar এর Axar হয়ে ওঠার কাহিনী। অক্ষরের মা দ্য হিন্দু-কে বলেছিলেন, "আনন্দে অক্ষর জন্মেছিল। জন্ম শংসাপত্রে নার্সরা Axar লিখে দেন। তারপরে সেটাই আমাদের মাথায় রয়ে যায়।"

তাই সোশ্যাল মিডিয়ায় নিজেকে Akshar নামে পরিচয় চালিয়ে গেলেও সরকারি নথিতে স্পিনার সবসময়েই Axar।

পাঞ্জাব কিংসের হয়ে ২০১৪-এ আইপিএলে আত্মপ্রকাশের পরে ভারতীয় ক্রিকেটে পরিচিত হয়ে ওঠেন গুজরাটের স্পিনার। সেই মরশুমে ১৭ উইকেট নিয়ে সরাসরি বাংলাদেশ সফরকারী ভারতীয় দলে জায়গা পেয়ে যান বাঁ হাতি লেফট আর্ম স্পিনার। সেই বছরেই টেস্ট দলে সুযোগ পান তিনি। ২০১৫ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেও তাঁকে রাখা হয়েছিল। যদিও এখনও আইসিসি ইভেন্টে জাতীয় দলের হয়ে প্ৰথম একাদশে জায়গা করে উঠতে পারেননি।

২০১৪-য় জাতীয় দলে অভিষেকের পরে অক্ষর প্যাটেল এখনও পর্যন্ত ৩৮টি ওয়ানডে, ১৫ টি২০ খেলেছেন। টেস্টে শেষমেশ তিনি অভিষেক ঘটান চলতি বছরে ইংল্যান্ড সিরিজে। তারপরে ৭ ইনিংসেই তাঁর নামের পাশে ৩২ উইকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team