Jasprit Bumrah to Join Mumbai Indians: আইপিএল ২০২৫-এ মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সুখবর। দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকা তারকা পেসার জসপ্রিত বুমরাহ আবারও ফিট হয়ে উঠেছেন। শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্স (CoE) মেডিকেল টিম তাঁকে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে। তবে, বুমরাহকে সরাসরি মূল একাদশে না রেখে দুটি ম্যাচ সিমুলেশন খেলতে হবে— এই নির্দেশ বোর্ড মুম্বাই টিম ম্যানেজমেন্টকে দিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার ৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে ম্যাচে তাঁকে না রাখার সম্ভাবনাই বেশি। বুমরাহের ফিটনেস পর্যবেক্ষণের জন্য মুম্বাই ম্যানেজমেন্ট এখনও অপেক্ষা করছে, এবং সিমুলেশন গেমে তাঁর পারফরম্যান্সের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
চলতি মরশুমে প্রথম চারটি ম্যাচেই অনুপস্থিত ছিলেন বুমরাহ। এর মধ্যে মুম্বাই তিনটি ম্যাচে হেরে বসেছে। শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, হার্দিক পাণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও ১২ রানে হার মানতে হয়েছে এমআই-কে। ২০৩ রানের বিশাল টার্গেটও পূরণ করতে পারেনি দল।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টে পিঠে চোট পান বুমরাহ। তারপর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও অংশ নিতে পারেননি। এমনকী, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকলেও শেষপর্যন্ত তাঁকে বাদ দিয়ে জায়গা পান বরুণ চক্রবর্তী।
জসপ্রিত বুমরাহর প্রত্যাবর্তন অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি বড় সুখবর। কারণ তা প্রতিপক্ষের কাছে বড় ধাক্কা। আগামী ১৩ই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তাঁকে মাঠে দেখা যেতে পারে। এখনও আইপিএল সদ্য শুরুর অবস্থায় রয়েছে। অনেকগুলো ম্যাচ হওয়া বাকি। এই অবস্থায় পুরো সুস্থ বুমরাকে পেলে ঘুরে দাঁড়াতে পারবে মুম্বই। দলের পাঁচ বারের আইপিএল জয়ে বুমরার বিরাট ভূমিকা ছিল। এই কারণেই মুখে যাই বলুক, যত শীঘ্রই সম্ভব বিশ্বের অন্যতম সেরা বোলারকে দলে চাইছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তারা।
আরও পড়ুন- কায়দাবাজের কড়া শাস্তি! বোলার দিগ্বেশকে বিরাট জরিমানা আইপিএলের
তবে, আইপিএলের অনেকগুলো ম্যাচ এখনও বাকি। তাই মুম্বই কর্তারা চান, বুমরা যেন পুরো সুস্থ হয়েই ফিরে আসুক। না-হলে তাঁর কাছ থেকে হয়তো আশানুরূপ ফলাফল বেশিদিন পাওয়া যাবে না। আর, সেই কারণে মাঠে নামানোর আগে এই বোলারকে তাঁরা নেটে একবার দেখে নিতে চাইছেন।