Advertisment

মোদীর মুখে 'মন কী বাত'-এ এবার উঠে এলেন মেদভেদভ, কীভাবে?

চলতি মাসের শুরুতে ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ লেজেন্ড রাফায়েল নাদালের বিরুদ্ধে পাঁচ সেটের দুর্দান্ত লড়াই চালান মেদভেদেভ। তবে প্রচণ্ড লড়াই উপহার দিলেও হেরে যান রাশিয়ার ডানিল মেদভেদেভ। ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi

প্রধানমন্ত্রীর মন কী বাত-এ এবার টেনিস তারকা

রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের সীমানা ছাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠানে এবার উঠে খেলার জগত। রাশিয়ান টেনিস তারকা দানিয়েল মেদভেদভের নাম নিলেন খোদ প্রধানমন্ত্রী। চলতি বছরেই যুক্তরাষ্ট্র ওপেনে রাফায়েল নাদালের কাছে হেরে প্রথমবার ইউএস ওপেন জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছিল। রানার্স টেনিস তারকার বিষয়ে বলতে গিয়ে মোদী জানিয়ে দিলেন, নাদালের কাছে হারের পরে রাশিয়ান তারকার বক্তৃতা থেকে অনেককিছু শেখার রয়েছে।

Advertisment

আরও পড়ুন ‘মন কি বাত’ অনুষ্ঠানে কী কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?

মোদী বলেন, "ইউএস ওপেনের জয় কীভাবে আলোচনায় উঠে এল, তা দেখার। সোশ্য়াল মিডিয়ায় দানিয়েল মেদভেদভের বক্তৃতা প্রশংসিত হচ্ছে সর্বত্র। আমিও সেখা খেলা দেখেছি। মেদভেদভের কথাও শুনেছি। ২৩ বছরের রাশিয়ানের সারল্য এবং পরিণতিবোধ প্রত্যেককে ছুঁয়ে গিয়েছে। আমাকেও নাড়িয়ে দিয়েছে।" পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, "বক্তৃতার কিছুক্ষণ আগেই ১৯বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিল ও। এমন ঘটনা যে কোনও কাউকে বিমর্ষ এবং হতাশায় ভরিয়ে দেবে। তবে মেদভেদভের চোখে মুখে হতাশার কোনও চিহ্ন ছিল না।"

আরও পড়ুন ‘মন কি বাতে’ মোদীর মুখে প্লাসটিক বজর্নের আর্জি

মেদভেদভের বক্তৃতায় মোদী এতটাই মুগ্ধ যে তিনি বলতেই থাকেন, "দুঃখের পরিবর্তে যাঁরা ওর খেলা দেখেছিল, তাদের প্রত্যেকের মুখে ছিল তাৎপর্যপূর্ণ হাসি। কোটি কোটি টেনিস সমর্থকের হৃদয় জিতে নিয়েছে ও সরলতা দিয়ে। নাদাল কীভাবে প্রত্যেককে অনুপ্রেরণা জোগায়, তা মনে করিয়ে দিয়ে উদ্বুদ্ধ করেছে মেদভেদভ।"

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ লেজেন্ড রাফায়েল নাদালের বিরুদ্ধে পাঁচ সেটের দুর্দান্ত লড়াই চালান মেদভেদেভ। তবে প্রচণ্ড লড়াই উপহার দিলেও হেরে যান রাশিয়ার ডানিল মেদভেদেভ। ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪। প্রত্যেককে মেদভেদভের বক্তৃতা শোনার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।

Read the full article in ENGLISH

PM Narendra Modi narendra modi
Advertisment