রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কের সীমানা ছাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠানে এবার উঠে খেলার জগত। রাশিয়ান টেনিস তারকা দানিয়েল মেদভেদভের নাম নিলেন খোদ প্রধানমন্ত্রী। চলতি বছরেই যুক্তরাষ্ট্র ওপেনে রাফায়েল নাদালের কাছে হেরে প্রথমবার ইউএস ওপেন জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছিল। রানার্স টেনিস তারকার বিষয়ে বলতে গিয়ে মোদী জানিয়ে দিলেন, নাদালের কাছে হারের পরে রাশিয়ান তারকার বক্তৃতা থেকে অনেককিছু শেখার রয়েছে।
মোদী বলেন, “ইউএস ওপেনের জয় কীভাবে আলোচনায় উঠে এল, তা দেখার। সোশ্য়াল মিডিয়ায় দানিয়েল মেদভেদভের বক্তৃতা প্রশংসিত হচ্ছে সর্বত্র। আমিও সেখা খেলা দেখেছি। মেদভেদভের কথাও শুনেছি। ২৩ বছরের রাশিয়ানের সারল্য এবং পরিণতিবোধ প্রত্যেককে ছুঁয়ে গিয়েছে। আমাকেও নাড়িয়ে দিয়েছে।” পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, “বক্তৃতার কিছুক্ষণ আগেই ১৯বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের কাছে হেরে গিয়েছিল ও। এমন ঘটনা যে কোনও কাউকে বিমর্ষ এবং হতাশায় ভরিয়ে দেবে। তবে মেদভেদভের চোখে মুখে হতাশার কোনও চিহ্ন ছিল না।”
Humor.
Adulation.
Respect.Congratulations on a remarkable two weeks, @DaniilMedwed!#USOpen pic.twitter.com/oKOkmboQTc
— US Open Tennis (@usopen) September 9, 2019
মেদভেদভের বক্তৃতায় মোদী এতটাই মুগ্ধ যে তিনি বলতেই থাকেন, “দুঃখের পরিবর্তে যাঁরা ওর খেলা দেখেছিল, তাদের প্রত্যেকের মুখে ছিল তাৎপর্যপূর্ণ হাসি। কোটি কোটি টেনিস সমর্থকের হৃদয় জিতে নিয়েছে ও সরলতা দিয়ে। নাদাল কীভাবে প্রত্যেককে অনুপ্রেরণা জোগায়, তা মনে করিয়ে দিয়ে উদ্বুদ্ধ করেছে মেদভেদভ।”
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ইউএস ওপেনের ফাইনালে স্প্যানিশ লেজেন্ড রাফায়েল নাদালের বিরুদ্ধে পাঁচ সেটের দুর্দান্ত লড়াই চালান মেদভেদেভ। তবে প্রচণ্ড লড়াই উপহার দিলেও হেরে যান রাশিয়ার ডানিল মেদভেদেভ। ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪। প্রত্যেককে মেদভেদভের বক্তৃতা শোনার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী।
Read the full article in ENGLISH
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল