Advertisment

বাদ পড়েননি, তবু অশ্বিন কেন নেই টিম ইন্ডিয়ায়, জানা গেল কারণ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে এবং টি২০-র যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০ বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটানো হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। ভাবা হয়েছিল সাদা বলের ক্রিকেটে ফের একবার সুবাস ছড়াবেন দক্ষিণী তারকা। টি২০ ওয়ার্ল্ড কাপের পরে দীর্ঘমেয়াদি ভিত্তিতেই ভাবা হচ্ছিল অশ্বিনকে। তবে প্রোটিয়াজ সফরে তুমুল ব্যর্থতায় ফের একবার জায়গা হারানোদের দলে নাম লিখিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি২০ এবং ওয়ানডে দুই স্কোয়াডে জায়গা পাননি তারকা।

Advertisment

বৃহস্পতিবার দল ঘোষণার সময় একাধিক তারকার নামের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করা হয়েছিল বোর্ডের তরফে। তবে অশ্বিন কেন বাইরে, তা জানানো হয়নি।

আরও পড়ুন: বিরাট ধাক্কায় রাহানে-পূজারা! কেন্দ্রীয় চুক্তিতে ২ কোটি হারাচ্ছেন দুজনেই: রিপোর্ট

তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, বাদ পড়েননি, বরং চোটের কারণেই তাঁকে বাইরে রাখতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে অশ্বিনের কব্জি এবং গোড়ালিতে বড়সড় চোট হয়েছে।

কীভাবে এই চোট? জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন অশ্বিনের গোড়ালি মচকে যায়। তখনই মাটিতে পড়ে গিয়ে কবজিতে চোট লাগে তাঁর। তাঁর চোটের পরিমাপ কতটা, তা এখনও জানা না গেলেও দলে তারকার গুরুত্ব কতটা, তা অনুধাবন করতে পেরে আপাতত বিশ্রামে রাখা হয়েছে তাঁকে।

টেস্টে বরাবর অশ্বিন অপরিহার্য অস্ত্র। তবে সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের দলে প্রত্যাবর্তনে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেললে সেই চোট যদি আরও বড়সড় আকার নেই, সেই কারণেই তাঁকে দলে রাখার ঝুঁকি নেননি নির্বাচকরা।

অশ্বিনের অনুপস্থিতিতে কুলদীপ যাদবকে ফের একবার নেওয়া হয়েছে টিম ইন্ডিয়ায়। রবি বিশ্নোই এবং ওয়াশিংটন সুন্দর দুজনকেই রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়া ওয়ানডে এবং টি২০ দুই দলেই যুজবেন্দ্র চাহালকে রাখা হয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অক্ষর প্যাটেলকেও ডেকে নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ওয়ানডে স্কোয়াড:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, কেএল রাহুল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, রবি বিশ্নোই, আবেশ খান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি২০ স্কোয়াড:
রোহিত শর্মা, কেএল রাহুল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, রবি বিশ্নোই, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Ravichandran Ashwin Indian Cricket Team
Advertisment