Advertisment

ধাওয়ানকে টিম ইন্ডিয়ায় বাদ দেন কোচ দ্রাবিড়ই! দলের ভিতরের ঘটনা বেআব্রু হল সর্বসমক্ষে

টিম ইন্ডিয়ার টি২০ দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের। সেই বিষয়েই এবার তারকার সঙ্গে কথা বললেন হেড কোচ রাহুল দ্রাবিড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকরা কিছুদিন আগেই আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দল।ঘোষণা করেছেন। ভাবা হয়েছিল আইপিএলে দারুণ খেলার সুবাদে জাতীয় দলে হয়ত ফিরিয়ে নেওয়া হবে শিখর ধাওয়ানকে। তবে তারকা ওপেনারের জায়গা হয়নি দলে। টি২০ ওয়ার্ল্ড কাপেও টিম ইন্ডিয়ায় জায়গা পাননি। তারপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।

Advertisment

ওয়ানডেতে ধাওয়ান ফার্স্ট চয়েস ওপেনার হলেও টি২০-তে মোটেই তিনি দলের অটোমেটিক চয়েস নন। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে করে ফেলেছেন ৪৬০রান। আইপিএলে স্বপ্নের ফর্ম সত্ত্বেও টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনে ব্যর্থ হলেন তিনি।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকায় নতুন বাড়ি! তবুও রিঙ্কুর বাবা-মা রয়েছেন ভাঙা বাড়িতেই

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, কোচ রাহুল দ্রাবিড় নিজে তরুণদের সুযোগ দিতে ইচ্ছুক ছিলেন। দল ঘোষণার ঠিক আগেই দ্রাবিড় নিজে ধাওয়ানকে জানিয়ে দেন, তাঁকে রাখা হচ্ছে না স্কোয়াডে। ক্যাপ্টেন কেএল রাহুল ওপেন করবেন রুতুরাজ গায়কোয়াড অথবা ঈশান কিষানের সঙ্গে।

ইনসাইড স্পোর্টস-কে বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, "এক দশকের বেশি সময় ধরে শিখর জাতীয় দলের অন্যতম সেরা পারফর্মার। তবে টি২০-তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত যাঁরা ভালো খেলছে। রাহুলকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা সকলেই এতে সম্মত হয়েছি। রবিবার দল ঘোষণার আগে শিখরকে রাহুল দ্রাবিড় জানিয়ে দেন, তাঁকে রাখা হচ্ছে না।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে জায়গা না পেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে তাঁকে রেখে দল গড়া হতে পারে। কারণ সেই সময় টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ব্যস্ত থাকবেন কেএল রাহুল। রুতুরাজ এবং ঈশান কিষান ছাড়া বাকি কোনও ওপেনার এই মুহূর্তে ধাওয়ানের জায়গা নিতে প্রস্তুত নন ফর্মের বিচারে।

আরও পড়ুন: ঋদ্ধিমান একগুঁয়ে, ওঁকে ছেড়ে দিতে হবে! বোমা ফাটিয়ে বিষ্ফোরক বাংলার কর্তা

এর আগে ঋদ্ধিমান সাহা জানিয়েছিলেন, দ্রাবিড় তাঁকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তারপরেই টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলার তারকা। আসন্ন ইংল্যান্ডের।বিরুদ্ধে এক ম্যাচের সিরিজেও ঋদ্ধিমানকে রাখা হয়নি। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার যে শেষ, কার্যত লিখে দেওয়া যায়।

টাইমস অফ ইন্ডিয়া-কে ঋদ্ধিমান সাহা বলেছিলেন, "টিম ম্যানেজমেন্টের তরফে আমার কাছে বার্তা এসেছে এখন থেকে জাতীয় দলে আমাকে আর ভাবা হবে না। টিম ইন্ডিয়া সেট আপে থাকার কারণে এই বিষয় এতদিন মুখ খুলতে পারিনি। এমনকি কোচ রাহুল দ্রাবিড়ও আমাকে অবসরের বিষয়ে ভেবে দেখার পরামর্শ দিয়েছেন।"

ভবিষ্যতের কথা ভেবে রাহুল দ্রাবিড় নতুনদের সুযোগ দিতে চাইছেন। ঋদ্ধিমান সাহার বদলে জাতীয় দলে দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসাবে ভাবা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কেএস ভরতকে।

Indian Cricket Team Shikhar Dhawan Rahul Dravid
Advertisment