Sanjiv Goenka: মোহনবাগান হারলেও, জিতেছে লখনউ! মুখে হাসি সঞ্জীব গোয়েঙ্কার

Sanjiv Goenka LSG Owner: লখনউ ১২ রানে এই ম্য়াচে জয়লাভ করেছে। আর এই জয়ের পরই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখে স্বস্তির হাসি দেখতে পাওয়া যায়। সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Sanjiv Goenka LSG Owner: লখনউ ১২ রানে এই ম্য়াচে জয়লাভ করেছে। আর এই জয়ের পরই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখে স্বস্তির হাসি দেখতে পাওয়া যায়। সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
Koushik Biswas
New Update
Sanjiv Goenka Smile

মোহনবাগানের হারের জ্বালায় প্রলেপ লাগাল লখনউয়ের জয়

সময়টা খুব একটা ভাল যাচ্ছিল না সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka)। ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants)। জামশেদপুর এফসি'র বিরুদ্ধে তারা ২-১ গোলে হেরে যায়। দ্বিতীয় লেগের সেমিফাইনালে যদি মেরিনার্সরা অন্তত তিন গোলের ব্যবধানে জিততে না পারে, তাহলে ফাইনালে উঠতে পারবে না তারা। 

Advertisment

অন্য়দিকে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) কপালেও চলছিল শনির সাড়ে সাতি। প্রথম তিনটে ম্যাচের মধ্যে দুটোতেই তারা হেরে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধেও খুব একটা স্বস্তিতে ছিল না ঋষভ পন্থের দল। যদিও তারা শেষপর্যন্ত ১২ রানে এই ম্য়াচটা জিতে নিয়েছে। আর এই জয়ের পরই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখে স্বস্তির হাসি দেখতে পাওয়া গিয়েছে। সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, সঞ্জীব গোয়েঙ্কার কাছে লখনউয়ের এই জয় কিছুটা হলেও মোহনবাগানের হারের ক্ষতে মলম লাগাবে।

এবার ম্য়াচের কথায় আসা যাক। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের ১৬ নম্বর ম্য়াচে লখনউ সুপার জায়ান্ট এবং মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নেমেছিল। এই ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের হয়ে মিচেল মার্শ ৬০ রানের ধামাকাদার ইনিংস খেলেন। অন্যদিকে, মারক্রামও ৫৩ রান করেন। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করতে পারে। আভেশ খান শেষ ওভারে লখনউয়ের হয়ে ২২ রান বাঁচিয়ে দেন। চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স এই নিয়ে তৃতীয় ম্য়াচে পরাস্ত হল। অন্য়দিকে, লখনউয়ের এটা দ্বিতীয় জয়।

Mohun Bagan Super Giant: মলিনার পরিকল্পনাতেই গলদ! এই ৩ কারণেই হারল মোহনবাগান?

Advertisment

শুরুটা খারাপ করেছে মুম্বই

২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা একেবারে ভাল হয়নি। উইল জ্যাকস মাত্র ৫ রান করে আকাশদীপের বলে আউট হয়ে যান। এরপর রায়ান রিকলটনও একেবারে নজর কাড়তে পারেননি। তিনিও ১০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন। যদিও এরপর নমন ধীর এবং সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। নমন তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ২৪ বলে ৪৬ রান করলেন।

Rohit Sharma Injury: আদৌ চোট না পাকাপাকি বাদ? রোহিতের অনুপস্থিতি নিয়ে বাড়ছে ধোঁয়াশা

নমন তাঁর ঝোড়ো ইনিংসে মোট ৪ চার এবং ৩ ছক্কা হাঁকান। সূর্যকুমার ৪৩ বলে ৬৭ রান রানের একটি দুরন্ত ইনিংস উপহার দেন। ২৫ রান করে রিটায়ার্ড আউট হলেন তিলক বর্মা। শেষ ওভারে মুম্বইয়ের জয়ের জন্য দরকার ছিল ২২ রান। কিন্তু, অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শত চেষ্টা করেও দলকে বৈতরণী পার করাতে পারেন না।

Rishabh Pant Poor Batting: জলে গেল গোয়েঙ্কার ২৭ কোটি, ঋষভের ব্যর্থতাই ভোগাচ্ছে লখনউকে? ফুঁসছেন সমর্থকরা

মার্শ-মারক্রামের ধামাকাদার ইনিংস

টস হেরে প্রথমে ব্যাট করতে নামলেও, লখনউ সুপার জায়ান্টসের শুরুটা বেশ ধামাকাদার হয়। মিচেল মার্শ এবং এইডেন মারক্রাম প্রথম উইকেটে ৭৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মার্শ ৩১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৯ চার এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। ব্যাট হাতে নজর কাড়তে পারেননি নিকোলাস পুরান। মাত্র ১২ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্য়াচেও লখনউ অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ছিল। ২ রান করেই ফিরে যান তিনি। আয়ুশ বাদৌনি ১৯ বলে ৩০ রান করেন।

LSG vs MI Highlights, IPL 2025: নবাবি কেতায় জিতল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants vs Mumbai Indians live updates)

একটা দিক ধরে রেখেছিলেন মারক্রাম। তিনি ৩৮ বলে ২ বাউন্ডারি এবং ৪ ছক্কার সাহায্যে ৫৩ রান করেন। শেষ ওভারে ডেভিড মিলার নিজের শক্তির উপর ভরসা রাখেন। ১৪ বলে ২৭ রান করেন। আর সেকারণেই লখনউ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে। বল হাতে হার্দিক পান্ডিয়া এই ম্য়াচে ৫ উইকেট শিকার করেছেন।

Hardik Pandya Lucknow Super Giants vs Mumbai Indians live updates Mumbai Indians Rishabh Pant Mohun Bagan Super Giants Lucknow Super Giants Sanjiv Goenka