/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/EotAcZMXYAA8L83_copy_759x422.jpeg)
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেই নামার কথা ছিল অজি ব্যাটসম্যান উইল পুকভস্কির। তবে প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পেয়ে সংশয় বাড়িয়ে দিলেন তিনি। ভারতীয় এ বনাম অস্ট্রেলিয়া এ দলের প্রস্তুতি ম্যাচ ড্র-এ শেষ হল। তবে সেই ম্যাচেই অজি তারকাকে মাথায় বিষাক্ত বাউন্সার হাঁকিয়ে নজরে উঠে এলেন তরুণ ভারতীয় পেসার কার্তিক ত্যাগী।
নেট বোলার হিসাবে জাতীয় দলের সঙ্গে অজি মুলুকে পাড়ি দিয়েছিলেন উঠতি এই পেসার। তাঁকেই এ দলের প্রস্তুতি ম্যাচে নামানো হয়। সেখানেই এই কীর্তি করেন তিনি।
আরো পড়ুন: সৌরভের মত নেতা হতে কোহলিকে খাটতে হবে, কাইফের তোপে কোহলি
অস্ট্রেলিয়া-এ দলের দ্বিতীয় ইনিংসের ঘটনা। সেই ইনিংসেরই ১৩তম ওভারে কার্তিকের বলের মুখোমুখি হন অজি ওপেনার। সঠিক নিশানায় একটি বাউন্সার হাকিয়েছিলেন কার্তিক। তবে ঠিকমত পজিশন নিতে পারেননি পুকভস্কি। পুল করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। সরাসরি বল আঘাত করে হেলমেটে। সঙ্গেসঙ্গেই মাঠে ছুটে আসেন ফিজিও।
Fingers crossed for Will Pucovksi, who's retired hurt after this nasty blow to the helmet.
Live scores from #AUSAvIND: https://t.co/MfBZAvzAkrpic.twitter.com/pzEBTfipF2
— cricket.com.au (@cricketcomau) December 8, 2020
২২ বছরের অজি মাঠ ছাড়েন তারপরেই। কনকাশন হওয়ার পুরো সম্ভবনা রয়েছে তাঁর। আসন্ন বর্ডার গাভাসকার ট্রফিতে পুকভস্কিকে ধরেই প্রথম একাদশের কম্বিনেশন সাজাচ্ছিল অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট। তাঁকে না পাওয়া গেলে বিশাল সমস্যায় পড়বে অজিরা। কারণ ইতিমধ্যেই ওয়ার্নারের খেলা নিয়ে সংশয় রয়েছে।
শেফিল্ড শিল্ডে পরপর জোড়া ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে পুকভস্কির নাম ঘোষনা করা হয়। ভারতীয় এ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১ করে আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ২৩ রানে ব্যাট করছিলেন। তারপরেই মাথায় চোট লেগে রিটায়ার্ড হার্ট হন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন