Advertisment

বেঙ্গালুরুতে তৃতীয় টি২০-তে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

ভারতের সিরিজ জয়ের আবহে এখন ক্রিকেটপ্রেমীদের নজরে বেঙ্গালুরুর আবহাওয়া। প্রথম ম্যাচে ধর্মশালায় এক বলও খেলা হয়নি। সিরিজ শুরুর ম্যাচই ভেস্তে গিয়েছিল। তবে মোহালিতে ৪০ ওভারেরই খেলা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Chinnaswamy Stadium

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম (এক্সপ্রেস ফোটো, ফাইল চিত্র)

সিরিজে আপাতত কোহলিরা ১-০ এগিয়ে গিয়েছেন। মোহালিতে ব্যাটে, বলে দাপট দেখিয়ে টিম ইন্ডিয়া সহজেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নতুন বলে দীপক চাহার। এবং ব্যাট হাতে ক্যাপ্টেন কোহলিকে স্বমহিমায় দেখা গিয়েছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্য়দিকে, পালা বদলের দক্ষিণ আফ্রিকা দলে অনেক নতুন মুখ। অনেকেই প্রথমবার ভারত সফরে খেলতে এসেছে। শেখার অভিজ্ঞতা প্রোটিয়াজদের কাছেও।

Advertisment

অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত সব ম্যাচেই ফেভারিট। শক্তিশালী ভারতকে হারাতে হলে দলের দুই সিনিয়র কুইন্টন ডিকক এবং ডেভিড মিলারকে সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা মেলে ধরতে হবে। পাশাপাশি, বল হাতে ভেলকি দেখাতে হবে পেসার কাগিসো রাবাদাকে। যিনি বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন। তবে মোহালিতে সেরা ফর্মের রাবাদাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন ফোকাসে সেই ঋষভ, বেঙ্গালুরুতে সিরিজ জয়ই লক্ষ্য কোহলিদের

ভারতের সিরিজ জয়ের আবহে এখন ক্রিকেটপ্রেমীদের নজরে বেঙ্গালুরুর আবহাওয়া। প্রথম ম্যাচে ধর্মশালায় এক বলও খেলা হয়নি। সিরিজ শুরুর ম্যাচই ভেস্তে গিয়েছিল। তারপরে মোহালিতে পুরো ৪০ ওভারেরই খেলা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু কী বলছে বেঙ্গালুরুর আবহাওয়া? আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু মোটেই স্বস্তিতে নেই ক্রিকেট মহল।

বেশ কয়েকদিন ধরেই বর্ষার ঘনঘটা বেঙ্গালুরুতে। স্থানীয় আবহাওয়া সূত্রে বলা হচ্ছে, বৃষ্টিপাত খেলায় বিঘ্ন ঘটাতে পারে। আবহাওয়া সংক্রান্ত অ্যাপ অ্যাকুওয়েদার বলছে, রবিবারে ভালমত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা দিন জুড়েই শহরের আকাশ মেঘলা থাকবে। খেলা শুরু সন্ধে ৭টার সময়। নির্ধারিত সময়ে খেলা শুরু হবে, নাকি বৃষ্টির থাবা বসাবে, সেটাই আপাতত দেখার।

আরও পড়ুন কোহলি, রোহিতদের রানসংখ্যা ছুয়ে ফেলার মুখে ধাওয়ান

ইন্ডিয়া স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনি

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: কুইন্টন ডিকক, ভ্যান ডার দুসেন, তেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বোহর্ন ফরটুইন, বিউরন হেনড্রিক্স, রেজা হেনড্রিক্স, ডেভিড মিলার, আনরিখ নর্ৎজে, আন্দিল ফেলুকাওয়ো, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জর্জে লিন্ডে

Read the full article in ENGLISH

cricket weather Weather Report
Advertisment