চলতি বছরটা দুরন্ত গিয়েছে লুইস হ্যামিলটনের। মার্সিডিজের ফর্মুলা ওয়ান ড্রাইভার রয়েছেন তালিকায় সবার ওপরে। ৪০৮ পয়েন্ট নিয়ে মগডালে বিরাজমান মার্কিন মুলুকের বছর তেত্রিশের বাসিন্দা। হ্যামিলটন তাঁর কেরিয়ারের পঞ্চম ড্রাইভার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেতাবও জিতে নিয়েছেন।
গত রবিবার হ্যামিলটন আবু ধাবিতে মরসুমের শেষ গ্রাঁ পি-তে অংশ নিয়েছিলেন। ড্রাইভার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পর তাঁর কাছে এটা নিয়মরক্ষার রেস ছিল এককথায়। আর এদিন হ্যামিলটনের মার্সিডিজ টিমের আহ্বানে অতিথি হয়ে প্যাডকে এসেছিলেন হলিউডের প্রথম সারির অভিনেতা উইল স্মিথ।
আরও পড়ুন: ব্যালন ডি’অরের মঞ্চে ‘টোয়ার্ক’ বিতর্ক, সঞ্চালক কী প্রস্তাব দিয়েছিলেন মহিলা ফুটবলারকে!
রেসের আগে হলিউডের সুপারস্টার দেখা করেন হ্যামিলটনের সঙ্গে। একটি ভিডিও শুট করেন স্মিথ। সেখানে দেখা যাচ্ছে যে, হ্যামিলটনকে অপহরণ করে কালো টেপ দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে রাখেন তিনি। স্মিথ সেখানে হ্যামিলটনকে বলেন, যে, তিনি ইতিমধ্যেই বিজয়ী। বাকিদের জন্য কিছু বাঁচিয়ে রাখা উচিত। এরপর হ্যামিলটনকে ফেলে রেখে স্মিথ চলে যান মার্সিডিজের গ্যারেজে। রেস স্যুট ও ব্রিটন’স ক্র্যাশ হেলমেট চাপিয়ে ঢুকে পড়েন গাড়ির মধ্য়ে। ভিডিও-র শেষে দেখা যায়, স্মিথকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
আবু ধাবিতেও জয়ের ধারা বজায় রাখেন হ্যামিলটন। ফেরারির সেবাস্তিয়ান ভেটেলকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। ম্যাচ জিতে অত্যন্ত খুশি হয়েছেন বলেই জানিয়েছেন হ্যামিলটন। পাশাপাশি এও বলেছেন যে, ভেটেল আগামী বছর আরও শক্তিশালী হয়েই ট্র্যাকে প্রত্যাবর্তন করবেন।