Wimbledon 2025 Ticket Price: বিশ্বের রথী-মহারথীরা কেন যান উইম্বলডনে? টিকিটের দাম কত জানেন?

Wimbledon 2025: টেনিস বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট হল উইম্বলডন। গোটা বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা এই টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে আসেন। বলা হয়, এই টুর্নামেন্ট নাকি গোটা পৃথিবীর মধ্যে আভিজাত্য দেখানোর সবথেকে সেরা জায়গা।

Wimbledon 2025: টেনিস বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট হল উইম্বলডন। গোটা বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা এই টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে আসেন। বলা হয়, এই টুর্নামেন্ট নাকি গোটা পৃথিবীর মধ্যে আভিজাত্য দেখানোর সবথেকে সেরা জায়গা।

author-image
Koushik Biswas
New Update
Wimbledon 2025

উইম্বলডনের দর্শকাসনে ঋষভ পন্থ, বিরাট কোহলি এবং শচীন তেন্ডুলকর

Wimbledon 2025: টেনিস বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট হল উইম্বলডন। গোটা বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরা এই টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে আসেন। বলা হয়, এই টুর্নামেন্ট নাকি গোটা পৃথিবীর মধ্যে আভিজাত্য দেখানোর সবথেকে সেরা জায়গা। কিন্তু, বিশ্বের খ্যাতনামা ব্যক্তিরাই কেন এই টুর্নামেন্ট দেখতে যান? টেনিসের (Tennis) এই মহাযজ্ঞ স্টেডিয়ামে বসে উপভোগ করার জন্য কত টাকাই বা খরচ করতে হয়? আসুন, এই ব্য়াপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের কথা শোনেননি, এমন মানুষ বোধহয় আমাদের চারপাশে নেই বললেই চলে। আজ থেকে প্রায় ১৪৮ বছর আগে অর্থাৎ ১৮৭৭ সালে শুরু হয়েছিল টেনিস খেলার এই টুর্নামেন্ট। উইম্বলডন নিয়ে আলোচনা করার আগে, এই টুর্নামেন্টের জন্ম ইতিহাস সংক্ষেপে জেনে নেওয়া যাক। সালটা ছিল ১৮৬৮। এই বছরই ২৩ জুলাই অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাব তৈরি করা হয়েছিল। আর যে জায়গায় তৈরি করা হয়েছিল, সেটার নাম উইম্বলডন। অর্থাৎ জন্মস্থানের নাম অনুসারেই রাখা হয় এই টুর্নামেন্টের নাম। আজ পর্যন্ত এই টুর্নামেন্টে মোট ১৩৮ মরশুম আয়োজন করা হয়েছে। আপনারা হয়ত শুনলে খানিকটা অবাকই হবেন, এই টুর্নামেন্টে পুরুষ টেনিস তারকাদের মধ্যে সবথেকে বেশিবার খেতাব জয় করেছেন একজন ভারতীয়। বলা ভাল, কলকাতার ছেলে। তিনি হলেন লিয়েন্ডার পেজ।

২ প্রকারের দর্শকাসন থাকে উইম্বলডনে

Advertisment

যাইহোক, আসল কথায় আসা যাক। উইম্বলডন টুর্নামেন্টের দর্শকাসনে বসতে হলে, আপনাকে ঠিক কত টাকা খরচ করতে হবে? শুরুতেই জানিয়ে রাখা ভাল, এই টুর্নামেন্টের দর্শকাসনে মোট দুটো ভাগ রয়েছে। একটা সংরক্ষিত থাকে ভিআইপি অতিথিদের জন্য। সেটাকে রয়্যাল বক্স বলে। আর অন্যটা সাধারণ দর্শকদের জন্য। এটাকে বলা হয় সাইড বক্স। প্রথমেই ভিআইপি দর্শকাসনের কথায় আসা যাক। এই দর্শক আসনের জন্য আলাদা করে কোনও টিকিট বিক্রি করা হয় না। যদি উইম্বলডন কর্তৃপক্ষ আপনাকে আমন্ত্রণ জানায়, তাহলেই একমাত্র আপনি এই সংরক্ষিত আসনে বসে খেলা উপভোগ করতে পারবেন।

Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য

এই সংরক্ষিত আসনে বসেই খেলা দেখেন ব্রিটেনের রাজা-রানিরা। তবে যদি আপনি এই আসনে বসে খেলা দেখতে চান, তাহলে নির্দিষ্ট পোশাক বিধি আপনাকে মেনে চলতেই হবে। সেকারণে আপনি যে সকল আমন্ত্রিতদের দর্শকাসনে দেখেন, তাঁরা প্রত্যেকেই ব্লেজার পরে আসেন। সঙ্গে আবার টাই বাঁধাও বাধ্যতামূলক। সেকারণেই বিরাট থেকে শচীন, ঋষভ থেকে সূর্যকুমার; যাঁরাই এই টুর্নামেন্ট দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে গিয়েছেন, তাঁদের প্রত্যেককেই মোটামুটি একই পোশাকে দেখতে পাওয়া গিয়েছে।

সাধারণ দর্শকাসনের জন্য টিকিটের দাম কত?

তবে গত কয়েকদিন ধরে জসপ্রীত বুমরাহর একটি ছবি ভাইরাল হচ্ছে। সেখানে অবশ্য জসপ্রীত বুমরাহে কোনও ব্লেজার স্যুটে দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি উইম্বলডনের বিধি ভঙ্গ করলেন জসপ্রীত বুমরাহ। না, ব্যাপারটা একেবারেই তেমন নয়। আসলে, উইম্বলডনের তরফ থেকে বুমরাহকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সাধারণ দর্শকাসনের টিকিট কেটেই ম্য়াচ দেখতে গিয়েছিলেন। সেকারণেই তিনি নির্দিষ্ট পোশাক-বিধি মানেননি। এই পরিস্থিতিতে আপনাদের মনে হয়ত প্রশ্নটা উঁকি দিচ্ছে, সাধারণ দর্শকাসনের টিকিট কাটতে বুমরাহকে কত টাকা খরচ করতে হল। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, সাইড বক্স টিকিটের দাম ২-৩ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে আর দেরি কীসের? টিকিটের দাম যখন জেনেই গেলেন, তাহলে টাকা জমানোর পরিকল্পনা শুরু করে দিতেই পারেন। কথাতেই তো আছে, শখের দাম লাখ টাকা!

tennis Wimbledon 2025