Advertisment

এক দশকের সেরা একাদশ: টেস্ট অধিনায়ক কোহলি, ওয়ানডে ক্য়াপ্টেন ধোনি

বছরের শেষে ফের একবার দুরন্ত খবর পেলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। শেষ এক দশকের সেরা টেস্ট টিম ঘোষণা করেছে স্পোর্টস সাইট উইজডেন। সেই দলে জায়গা করে নিলেন দুই ভারতীয়।

author-image
IE Bangla Web Desk
New Update
 Wisden's Test and ODI Team of the Decade

এক দশকের সেরা একাদশ: টেস্ট অধিনায়ক কোহলি, ওয়ানডে ক্য়াপ্টেন ধোনি

বছরের শেষে ফের একবার দুরন্ত খবর পেলেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। শেষ এক দশকের সেরা টেস্ট টিম ঘোষণা করেছে স্পোর্টস সাইট উইজডেন। সেই দলে জায়গা করে নিলেন দুই ভারতীয়।

Advertisment

বিশ্বের এক নম্বর টেস্ট ব্য়াটসম্য়ান ও টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন বিরাটের সঙ্গেই রয়েছেন দেশের স্টার স্পিনার অশ্বিন। এই দলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্য়ান্ডের ক্রিকেটাররদেরই আধিক্য়। তিন জন করে প্রোটিয়া ও ব্রিটিশ ক্রিকেটার রয়েছে। ভারত থেকে দু'জন ও দু'জন করে রয়েছেন অস্ট্রেলিয়া থেকে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার থেকে রয়েছেন মাত্র একজনই।

আরও পড়ুন-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ভারতের

উইডডেনের এক দশকের সেরা টেস্ট টিম

অ্যালেস্টার কুক (ইংল্য়ান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্য়ান্ড),এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা, উইকেটকিপার),আর অশ্বিন, ডেইল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ও জেমস অ্যান্ডারসন (ইংল্য়ান্ড)

দু'দিন আগে উইজডেন এক দশকের সেরা ওয়ানডে দল ঘোষণা করেছিল। সেই দলেও ছিলেন কোহলি, অধিনায়ক ও উইকেটকিপার হিসাবে ছিলেন এমএস ধোনি। তৃতীয় ভারতীয় হিসাবে বেছে নেওয়া হয়েছিল রোহিত শর্মাকে।

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিইজম-এর ১৫ বছর

উইডডেনের এক দশকের সেরা ওয়ানডে টিম

রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), জস বাটলার (ইংল্য়ান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ক্য়াপ্টেন, উইকেটকিপার), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্য়ান্ড) ও ডেইল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

 Wisden's Test and ODI Team of the Decade

Virat Kohli MS DHONI
Advertisment