বিশ্বকাপের মাঝেই লেগে গেল কোহলি আর শচীনে!

আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির ৫২ বলে ২৮ রানের ঢিকিরঢিকির ব্যাটিং নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন এক এবং অদ্বিতীয় শচীন তেন্ডুলকর স্বয়ং।

আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির ৫২ বলে ২৮ রানের ঢিকিরঢিকির ব্যাটিং নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন এক এবং অদ্বিতীয় শচীন তেন্ডুলকর স্বয়ং।

author-image
IE Bangla Web Desk
New Update
sachin tendulkar virat kohli

কোহলি বনাম শচীন! ভারতীয় ক্রিকেটে এই প্রথম দুই মহাতারকা জড়িয়ে পড়লেন বাগযুদ্ধে! উপলক্ষ্য, মহেন্দ্র সিং ধোনির 'স্লো ব্যাটিং'।

Advertisment

আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির ৫২ বলে ২৮ রানের ঢিকিরঢিকির ব্যাটিং নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন এক এবং অদ্বিতীয় শচীন তেন্ডুলকর স্বয়ং। বলেছিলেন, মিডল ওভারসে রান বাড়ানোর কোনও চেষ্টাই চোখে পড়েনি ধোনি আর কেদার যাদবের ব্যাটিংয়ে। যেহেতু শচীন বলছেন, আলোড়ন পড়ে যায় এই মন্তব্যের পর, ধোনিভক্তরা সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতেও ছাড়েন নি শচীনকে।

আরও পড়ুন: শামির স্বপ্নের বলে তোলপাড় ক্রিকেট দুনিয়া

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধোনির ৬১ বলে ৫৬-র ইনিংসের পর কোহলি ব্যাট ধরলেন ধোনির হয়ে, সোজাসাপ্টা বক্তব্যে বুঝিয়ে দিলেন, দল রয়েছে ধোনির পাশেই। পরোক্ষে এও বুঝিয়ে দিলেন, শচীনের বক্তব্য তাঁরা সমর্থন করছেন না।

Advertisment

কী বলেছেন বিরাট? কোহলির সাফ কথা, "এম এস জানে ওর কাজটা কী। সবারই একটা দিন অফ ডে যেতে পারে। কিন্তু যখনই কোনো ম্যাচে ওর অফ ডে যায়, সমালোচনা শুরু হয়ে যায়। আমরা চেঞ্জরুমে জানি, ও কী করতে পারে। এম এস একজন কিংবদন্তি, এবং দশ বারের মধ্যে আটবার ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগে। ও জানে কোন পিচে 'পার' স্কোর বা আদর্শ স্কোর কী হতে পারে। আশা করি, এভাবেই আমাদের জন্য থাকবে এম এস।"

নির্যাস? শচীন সে যা-ই বলুন, টিম ইন্ডিয়া ধোনির পাশেই।

Sachin Tendulkar Virat Kohli Cricket World Cup