দেশের জার্সি তুলে রাখলেন সকারুজদের ক্যাপ্টেন জেডিনাক

টিম কাহিলের পর এবার মাইল জেডিনাক। আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন সকারুজদের ক্যাপ্টেন। দেশের জার্সি তুলে রাখলেন অ্যাস্টন ভিলার ৩৪ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার।

টিম কাহিলের পর এবার মাইল জেডিনাক। আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন সকারুজদের ক্যাপ্টেন। দেশের জার্সি তুলে রাখলেন অ্যাস্টন ভিলার ৩৪ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার।

author-image
IE Bangla Web Desk
New Update
Mile Jedinak

দেশের জার্সি তুলে রাখলেন সকারুজদের ক্যাপ্টেন জেডিনাক

টিম কাহিলের পর এবার মাইল জেডিনাক। আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন সকারুজদের ক্যাপ্টেন। দেশের জার্সি তুলে রাখলেন অ্যাস্টন ভিলার ৩৪ বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার।

Advertisment

কাহিলের সঙ্গেই জেডিনাকও ছিলেন অস্ট্রেলিয়ান ফুটবল দলের প্রাণভোমরা। বর্ণাঢ্য কেরিয়ারে তিনবার বিশ্বকাপ খেলেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপেও ছিলেন অজি দলের সঙ্গে। সংবাদ সংস্থা জিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের প্রসঙ্গে তিনি বলেছেন, “আমার অভিজ্ঞতায় অগুনিত আর অবিশ্বাস্য সব মুহূর্ত আছে। এগুলো আজীবন আমার সঙ্গে থেকে যাবে। সকারুজদের হয়ে জীবনের সেরা কিছু সময় মাঠে কাটিয়েছি। অবসরের বিষয় নিকট আত্মীয়দের সঙ্গে অনেক আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাব ফুটবলে ফোকাস করে কেরিয়ার আরও দীর্ঘায়িত করার ইচ্ছা রয়েছে আমার।”

আরও পড়ুন: লেবাননের বিরুদ্ধে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন টিম কাহিল

Advertisment

আন্তর্জাতিক ফুটবলে নিজের পরিচিতি পাওয়ার পর জেডিনাক অস্ট্রেলিয়ার এ-লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলেছেন। তুরস্কর ক্লাবেও বছর দুয়েক কাটিয়েছেন তিনি। এখান থেকেই ইংলিশ ফুটবল ক্লাব ক্রিস্টাল প্যালেসের চোখে পড়ে যান জেডিনাক। ২০১১-২০১৬ পর্যন্ত এই ক্লাবে খেলে ফ্যানেদের নয়নের মণি হয়ে ওঠেন। ২০১৩-১৪ মরসুমে ক্রিস্টাল প্যালেস প্রিমিয়র লিগে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। ২০১৫ সালে এফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়াতে। জেডিনাকের ক্যাপ্টেনসিতে আয়োজক দেশ চ্যাম্পিয়ন হয়েছিল সেবার। বিদায়ী অধিনায়কের এটা তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত।