/indian-express-bangla/media/media_files/2025/06/18/messi-ronaldo-2025-06-18-21-21-04.jpg)
World's Richest Footballer: বিশ্বের ধনীতম ফুটবলারের ধারে-কাছেও নেই মেসি-রোনাল্ডো
World’s richest footballer Faiq Bolkiah: প্রাক্তনব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham) সম্প্রতি নাইটহুড পেয়েছেন। ব্রিটিশ আইকন তথা বিশ্বখ্যাত সেলিব্রিটি এখন স্যর ডেভিড বেকহ্যাম। বেকহ্যাম ফুটবল বিশ্বে নিজের সম্মান আরও পোক্ত করলেও, ফুটবল জগতে এমন একটি নাম রয়েছে, যাঁর সম্পদের পরিমাণ বেকহ্যামকে ১০ গোল দেবে। তিনি হলেন ফাইক বোলকিয়াহ (Faiq Bolkiah), যিনি ‘বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে পরিচিত।
২৭ বছর বয়সী বোলকিয়াহের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২০ বিলিয়ন পাউন্ড (প্রায় ২ লক্ষ কোটি টাকা), যা ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যামের মোট ৫০০ মিলিয়ন পাউন্ড সম্পদের চেয়ে ৪০ গুণ বেশি। The Sunday Times Rich List অনুসারে, এমনকি রেকর্ড গড়া চুক্তি ও বিপুল পরিমাণ এন্ডোর্সমেন্ট থাকা সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বা লিওনেল মেসিও (Lionel Messi) এই সম্পদের ধারে-কাছেও নেই।
আরও পড়ুন রোনাল্ডোর বিরুদ্ধে খেলা তারকাকে আনছে ইস্টবেঙ্গল! বাঁধভাঙা আনন্দ লাল-হলুদ জনতার
বোলকিয়াহ, যিনি এক সময় চেলসি, সাউথ্যাম্পটন এবং লেস্টার সিটির যুব দলে খেলেছেন, ব্রুনেইয়ের সুলতান হাসানাল বোলকিয়াহর ভাইপো। তাঁর বিপুল সম্পদের উৎস মূলত ফুটবল নয়, বরং বিশ্বের অন্যতম ধনী রাজপরিবারের সদস্য হওয়া। এই রাজপরিবারের হাতে বিপুল তেলভাণ্ডার, বিলাসবহুল সম্পদ এবং প্রচুর বিনিয়োগ রয়েছে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/18/faiq-bolkiah-2025-06-18-21-22-59.jpg)
অন্যদিকে, বেকহ্যাম দম্পতি তাঁদের সম্পদ গড়েছেন ফুটবল, ফ্যাশন এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে। ডেভিডের অবসরের পর ইন্টার মায়ামি সিএফ-এর সহ-মালিকানা এবং ভিক্টোরিয়ার নিজের নামের ফ্যাশন ব্র্যান্ড তাঁদের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। তাঁদের কোম্পানির ৭০ মিলিয়ন পাউন্ডের সম্পদ এবং ৪০ মিলিয়ন পাউন্ডের লভ্যাংশ সফল উদ্যোক্তা হওয়ার প্রমাণ, তবে তা বোলকিয়াহর রাজকীয় সম্পদের তুলনায় খুবই সামান্য।
আরও পড়ুন রোনাল্ডোর এক কথায় মোহনবাগানে খুশির ঢেউ, আনন্দে লাফাচ্ছেন সবুজ-মেরুন সমর্থকরা
বিপুল সম্পদের মালিক হলেও বোলকিয়াহর ফুটবল কেরিয়ার বেশ সাধারণ। তিনি বর্তমানে থাইল্যান্ডের এক নম্বর লিগের ক্লাব রাচাবুরির হয়ে খেলছেন, এর আগে খেলেছেন চোনবুরি এবং পর্তুগিজ ক্লাব মারিতিমোতে, যেখানে তিনি কোনও সিনিয়র ম্যাচেই খেলেননি।
ব্রুনেই জাতীয় দলের হয়ে মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন বোলকিয়াহ। রোনাল্ডো বা মেসির মতো প্রচারের আলোয় না থাকলেও, সম্পদের দিক থেকে তিনি তাঁদের সকলের ঊর্ধ্বে।