/indian-express-bangla/media/media_files/2025/08/25/wriddhiman-saha-and-cheteshwar-pujara-2025-08-25-17-56-51.jpg)
ঋদ্ধিমান সাহা এবং চেতেশ্বর পূজারা
Cheteshwar Pujara: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) সুপারস্টার চেতেশ্বর পূজারা সবাইকে কার্যত চমকে দিয়ে রবিবার (২৪ অগাস্ট) সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। গত ২ বছর ধরে তিনি ভারতীয় ক্রিকেট দলে প্রত্য়াবর্তনের চেষ্টা করছেন। আর এবার ঘরোয়া মরশুম শুরু হওয়ার আগেই তিনি আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন। তাহলে কি চূড়ান্ত অভিমানেই পূজারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার পূজারার অবসর নিয়ে মুখ খুলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
Cheteshwar Pujara: 'যখন দেশের কোটি-কোটি মানুষ...', অবশেষে গোপন কথাটা ফাঁস করলেন পূজারা
একটি ফেসবুক পোস্টে ঋদ্ধিমান লিখেছেন, 'পূজি (চেতেশ্বর পূজারা), এই বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারের জন্য তোমাকে অনেক অভিনন্দন জানাই। তোমাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। তোমার ধৈর্য্য এবং লড়াকু মানসিকতা ভারতীয় ক্রিকেট দলকে বহু কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। তোমার সঙ্গে খেলার সুযোগ পেয়ে এবং ড্রেসিংরুম শেয়ার করতে পেরে আমি গর্বিত। তোমার জীবনের পরবর্তী ইনিংসের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। তোমার সঙ্গে ক্রিকেট খেলাকে আমি যথেষ্ট উপভোগ করেছি। জীবনের পরবর্তী অধ্যায়ে তুমি যাই করো না কেন, সেখানেই যেন তোমার সাফল্য আসে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চেতেশ্বর পূজারা তাঁর টেস্ট কেরিয়ারে ৪৩.৬০ ব্যাটিং গড়ে মোট ৭,১৯৫ রান করেছেন। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান শিকারীর তালিকায় চেতেশ্বর পূজারা অষ্টম স্থান অর্জন করেছেন। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ২১,৩০১ রান করেছেন। ২০১০ সালে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন পূজারা। গোটা টেস্ট কেরিয়ারে তিনি ১৯ সেঞ্চুরি এবং ৩৫ হাফসেঞ্চুরি করেছেন। ২০১৮ এবং ২০২১ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
দেখে নিন মনোজ তিওয়ারির ভিডিও:
অন্যদিকে বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি আবার পূজারাকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, 'চেতেশ্বর পূজারা, তোমাকে অবসর জীবনের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি একটা কথা অবশ্যই বলব, রাহুল দ্রাবিড়ের পরবর্তী সময়ে তুমিই নিঃসন্দেহে লাল বলের ক্রিকেটে ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্টের দূর্ভেদ্য প্রাচীর ছিলে। তুমি মহান। তোমার জেদ, তোমার ৭,১৯৫ টেস্ট রান এবং অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়, ভারতীয় ক্রিকেট সমর্থকরা চিরকাল মনে রাখবে। আশা করি, তোমার বর্ণাঢ্য ব্যাটিং কেরিয়ারের মতো অবসর জীবনও সফল হবে। তোমার জন্য অনেকটা ভালবাসা রইল।'