/indian-express-bangla/media/media_files/2025/08/24/cheteshwar-pujara-6-2025-08-24-13-43-03.jpg)
অবসর গ্রহণ করলেন চেতেশ্বর পূজারা
Cheteshwar Pujara: গত রবিবার (২৪ অগাস্ট) ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর ঘোষণা করেছেন চেতেশ্বর পূজারা। গত ২ বছর ধরে তিনি ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) সুযোগ পাননি। টিম ইন্ডিয়ায় তাঁর প্রত্যাবর্তনের রাস্তা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছিল। অবশেষে তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলেছেন পূজারা। ১০৩ টেস্ট ম্য়াচে তিনি মোট ৭,১৩৫ রান করেছেন।
অস্ট্রেলিয়ায় পূজারার স্মরণীয় ইনিংস
চেতেশ্বর পূজারার কথা উঠলেই সবার আগে ২০২১ সালে সেই অস্ট্রেলিয়া সফরের কথা মনে পড়ে যায়। উইকেটে ছিল আগুন গতি। অজি পেসারদের একের পর এক ডেলিভারি তাঁর গায়ে কামানের গোলার মতো আঘাত করছে। কিন্তু, হাল ছেড়ে দেননি তিনি। নির্ভীক চিত্তে ব্যাট হাতে প্রত্যেকটা হামলার মোকাবিলা করে গিয়েছেন তিনি। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে সেই পুরনো স্মৃতি আরও একবার রোমন্থন করলেন পূজারা।
Cheteshwar Pujara Retirement: বুকে জমা একরাশ অভিমান, অবসর নিলেন ভারতের এই তারকা ক্রিকেটার
টিম ইন্ডিয়ার এই নির্ভরযোগ্য ব্যাটার বললেন, 'এমন কঠিন মুহূর্তে সবসময় বৃহত্তর ভবিষ্যতের দিকে তাকাতে হয়। আপনি একটা ক্রিকেট দলের হয়ে ব্যাট করছেন। এমন একটা দেশের হয়ে ক্রিকেট খেলতে নেমেছেন, যেখানে কোটি কোটি সমর্থক আপনার দিকে তাকিয়ে রয়েছে। সকলেই প্রার্থনা করছেন, এই সিরিজে টিম ইন্ডিয়া যেন ভাল ফলাফল করতে পারে। আর সেই কথাটাই সবসময় আমার মাথায় ঘুরপাক খায়।'
Cheteshwar Pujara: ৭ টেস্ট ম্য়াচে ব্যর্থ ৫ ক্রিকেটার, পূজারার বিকল্প আজও পেল না টিম ইন্ডিয়া?
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যখন একটা বল আপনার শরীরে আঘাত করে, তখন হয়ত সাময়িক একটা অস্বস্তি হয়। তবে সেইসময় নিজের মাথা ঠান্ডা রাখতে হয়। নিজের উপর বিশ্বাস রাখতে পারলেই সাফল্য অর্জন করা যায়। শরীরে একটা কিংবা দুটো বল লাগল, ঠিক আছে। কিন্তু, যখন একই জায়গায় বারংবার আঘাত করতে থাকে, তখন সত্যিই যন্ত্রণাটা অসহ্য হয়ে ওঠে। আর এখানেই মানসিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। এই বিশেষ সন্ধিক্ষণেই দেশের প্রতি আপনার ভালবাসা এবং কর্তব্যবোধ মুখ্য হয়ে ওঠে।'
পূজারা বললেন, 'আমি ঈশ্বরে বিশ্বাস করি। উনিই আমাকে শক্তি দেন। জীবনের কঠিন সময় সবসময় আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হয়। এটা সাধারণ মানুষের চিন্তাভাবনার একেবারে উর্ধ্বে থাকে। আমি যে ঈশ্বরের থেকে কতটা শক্তি পাই, সেটা হয়ত বলে বোঝাতে পারব না। কিন্তু, আমি শক্তি পাই।'