ঋষভ পন্থ নয়, ঋদ্ধিমান সাহাকেই দেখা যাবে উইকেটের পিছনে। আগামিকাল বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে বিরাট কোহলি অ্যান্ড কোং। উইকেটকিপিংয়ের গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ভারতের এক নম্বর টেস্ট উইকেটকিপার ঋদ্ধির কাঁধেই।
-->
২০১৮ সালে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শেষবার কেপটাউনে টেস্ট খেলছিলেন ঋদ্ধি। এরপর চোটের জন্য় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় বাংলার ৩৪ বছরের উইকেটকিপার-ব্য়াটসম্য়ানকে। ঋদ্ধির পরিবর্তে পন্থই কোহলির দলের অটোমেটিক চয়েস হয়ে গিয়েছিলেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে শুধু কিপিং করেই নির্বাচকদের আস্থার মর্যাদা রাখেননি তিনি। ব্য়াট হাতে দু'টি দেশের বিরুদ্ধেই সেঞ্চুরি হাঁকান দেশের তরুণ ক্রিকেটার।
আরও পড়ুন: রোহিত, ঋদ্ধিকে অপেক্ষা করার বার্তা গম্ভীরের
বিশাখাপত্তনম টেস্টের আগে ঋদ্ধির ভূয়সী প্রশংসা করলেন ভারত অধিনায়ক। বিরাট সাংবাদিক বৈঠকে বললেন, "ঋদ্ধি কত ভাল কিপার সেটা সকলেই জানে। আমাদের জন্য় দারুণ খেলেছে। সুযোগ পেয়ে ব্য়াট হাতেও নিজেকে প্রমাণ করেছে। এটা অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক যে চোটের জন্য় দীর্ঘদিন ওকে মাঠের বাইরে থাকতে হয়েছে। আমার মতে ও বিশ্বের সেরা উইকেটকিপার। অতীতের কথা মাথায় রেখেই ওকে দলে রাখা হয়েছে। ও চাপের মুখেও দারুণ পারফর্ম করেছে। খাঁটি টেস্ট উইকেটকিপার ও। ওকে খেলানোর জন্য় সঠিক পরিস্থিতি আর সুযোগের অপেক্ষায় ছিলাম আমরা। দলের কথা ভেবেই ওকে ফেরানো হয়েছে। সাহার প্রত্য়াবর্তনের এটাই সেরা সময়। সবাই জানে ও গ্লাভস হাতে কী করতে পারে।"
-->
ঋদ্ধি দেশের হয়ে ৩২টি টেস্ট খেলছেন এখনও পর্যন্ত। ১১৬৪ রান রয়েছে তাঁর ঝুলিতে। তিনটি শতরান ও পাঁচটি হাফ-সেঞ্চুরিও করেছেন জলপাইগুড়ির ছেলে।
Read full story in English