SA vs AUS WTC Final: ফাইনাল হতে পারে হাতছাড়া, দক্ষিণ আফ্রিকার জয়ের পথে 'ভিলেন' কে?

Australia vs South Africa: অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ইতিমধ্যেই তিন দিনের খেলা শেষ হয়ে গিয়েছে।

Australia vs South Africa: অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ইতিমধ্যেই তিন দিনের খেলা শেষ হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Aiden Markram and Temba Bavuma

এইডেন মারক্রাম এবং টেম্বা বাভুমা

WTC Final 2025: অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আয়োজিত ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ইতিমধ্যেই তিন দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। আপাতত চালকের আসনে রয়েছে প্রোটিয়া ব্রিগেড। এই ম্য়াচে জয়লাভ করতে হলে দক্ষিণ আফ্রিকার দরকার আর মাত্র ৬৯ রান। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ৮ উইকেট। দ্বিতীয় রাস্তাটি যে খুব একটা মসৃণ হবে না, তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে চতুর্থ দিনের লড়াই আরও রোমাঞ্চকর হতে চলেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ দিন কিন্তু ভরপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৪ জুন কেমন থাকবে লর্ডসের আবহাওয়া?

Advertisment

লর্ডস টেস্ট ম্য়াচের চতুর্থ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৪ জুন সারা দিনই লন্ডনে বৃষ্টিপাত হতে পারে। Accuweather থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শনিবার সকাল থেকে আনুমানিক ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যত সময় এগোবে, ততই এই সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। ওয়েদার রিপোর্ট অনুসারে, চতুর্থ দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হতে পারে। এই ম্য়াচে অস্ট্রেলিয়া আপাতত অনেকটাই ব্য়াকফুটে রয়েছে। তারা অবশ্যই চাইবে, যতটা সম্ভব বেশি সময় যেন এই বৃষ্টিপাত চলতে থাকে।

Temba Bavuma Record: বাবরের সম্মান ধুলোয় মেশালেন বাভুমা, লজ্জায় মুখ লুকোচ্ছে পাকিস্তান

যদি বৃষ্টির কারণে ম্য়াচ ড্র হয়, তাহলে কী হবে?

Advertisment

এই পরিস্থিতিতে অনেকের মনেই একটা প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে, যদি চতুর্থ এবং পঞ্চম দিন টানা বৃষ্টিপাতের কারণে এই ম্য়াচ ড্র হয়ে যায়, তাহলে কী হবে। আপনাদের জানিয়ে রাখি, এটা একটি আইসিসি ইভেন্টের ফাইনাল ম্য়াচ। সেকারণে রিজার্ভ ডে (১৬ জুন) রাখা হয়েছে। যদি ১৫ জুন পর্যন্ত বৃষ্টির কারণে ম্য়াচ শেষ না করা যায়, তাহলে রিজার্ভ ডে'তে এই ম্য়াচ আয়োজন করা হবে। যদি ১৬ জুনও বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয়, সেক্ষেত্রে এই ম্য়াচ ড্র ঘোষণা করা হবে। দুটো দলকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে। কিন্তু, সেই সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

Aiden Markram Century: এক সেঞ্চুরিতেই বাজিমাত! সৌরভের এই স্পেশাল রেকর্ডে ভাগ বসালেন মারক্রাম

একনজরে WTC ফাইনাল ম্য়াচের হাল-হকিকত

এবার খেলার কথায় আসা যাক। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ২৮২ রানের টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রোটিয়া ব্যাটাররা তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের আর ৬৯ রান করতে হবে। দক্ষিণ আফ্রিকার হয়ে আপাতত ব্যাট করছেন এইডেন মারক্রাম এবং টেম্বা বাভুমা।

WTC Final 2025