Advertisment

টেস্টের ফাইনালে না উঠেও কোহলিদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে ইংল্যান্ড! ভবিষ্যৎবাণী সানির

শেষবারের ইংল্যান্ড সফরে গিয়ে ভারত ১-৪'এ সিরিজ হেরেছিল। ক্যাপ্টেন কোহলি ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্ম দেখালেও, ভারতের সিরিজ হার আটকানো যায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে বদলা নেবে ইংল্যান্ড!
অবাক হলেন, হওয়ারই কথা! তবে সুনীল গাভাসকারের যুক্তি মানলে অবাক হওয়ার কিছু নেই।

Advertisment

নিউজিল্যান্ড বনাম ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আয়োজক ইংল্যান্ড। সাউদাম্পটনে কোহলিদের চ্যালেঞ্জ নেওয়ার জন্য কিউয়িদের হয়ে মাঠে নামবেন উইলিয়ামসন, বোল্টরা। আর সাউদাম্পটনে পেস সহায়ক উইকেট বানিয়ে ভারতকে সমস্যায় ফেলতে পারে ইংল্যান্ড। এমনটাই বক্তব্য সানি গাভাসকারের।

আরো পড়ুন: আলোচনা হল না এবারেও! ক্ষতিপূরণ মেটাতে সৌরভের বোর্ডের প্রয়োজন ৫৫ কোটি

কিছুদিন আগেই ভারতে খেলে গিয়েছে ইংল্যান্ড। ঘূর্ণি পিচে টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারেনি ইংরেজরা। সিরিজের মাঝপথেই পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল ইংরেজ শিবির। তবে সেই সিরিজ হারের কয়েক মাসের মধ্যেই বদলা নেওয়ার সুযোগ উপস্থিত। ভারতের সামনে ইংল্যান্ড হাজির করতে পারে সবুজ ঘাসে ঢাকা উইকেট।

সুনীল গাভাসকার দ্য টেলিগ্রাফে নিজের কলামে লিখেছেন, "ভারতের পিচে অসন্তুষ্ট হওয়ার পরে ইংল্যান্ডের গ্রাউন্ডসম্যান যদি পিচে ঘাস ছেড়ে রাখে, অবাক হওয়ার কিছু নেই। তবে এটা নিয়ে বেশি ভাবনা চিন্তারও কিছু নেই। কারণ ভারতের হাতে যা পেস আক্রমণ রয়েছে, তাতে নিউজিল্যান্ডকে অনায়াসে বিপদে ফেলতে পারে।"

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার পরে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গাভাসকার জানিয়ে দিচ্ছেন, ইংল্যান্ড সিরিজে ভারতই জয়লাভ করবে। যদিও তিনি সিরিজের স্কোরলাইন নিয়ে ভবিষ্যৎবাণী করেননি।

"এই গ্রীষ্মে ভারত ইংল্যান্ডে সোনালী ক্রিকেট উপহার দিতে চলেছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে ইংল্যান্ড সিরিজে নামার আগে ভারত ছয় সপ্তাহ বিশ্রাম পাচ্ছে। সেই সময়ে ইংল্যান্ডের জন্য ভালোমত প্রস্তুতি সেরে রাখতে পারবে ওঁরা। এখনই সিরিজের স্কোরলাইন নিয়ে ভবিষ্যৎবাণী করতে যাওয়া মুর্খামি। তবে মনে হচ্ছে, ইংল্যান্ডে সময়টা ভারতেরই হতে চলেছে।"

শেষবারের ইংল্যান্ড সফরে গিয়ে ভারত ১-৪'এ সিরিজ হেরেছিল। ক্যাপ্টেন কোহলি ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্ম দেখালেও, ভারতের সিরিজ হার আটকানো যায়নি। এবার সেই সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।

বর্তমানে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত ক্রিকেটাররা মুম্বইয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন। ৩ তারিখ ইংল্যান্ড গিয়ে আরো একপ্রস্থ কোয়ারেন্টাইন পর্ব সারার পরেই মাঠে নেমে পড়বেন কোহলিরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Test cricket New Zealand Sunil Gavaskar Indian Cricket Team
Advertisment