কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন। আবেগের সেই ম্যাচ যে এত যন্ত্রণার হয়ে থাকবে, ভাবেননি নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে নেমে শেষদিনে ভেঙে ফেললেন নিজের আঙ্গুলই। তবে তিনি মাঠ ছাড়েননি। এখনো উইকেটকিপারের দায়িত্বে খেলছেন জাতীয় দলের জার্সিতে।
বুধবারই লাঞ্চ সেশনে কিউয়ি ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেওয়া হয়, বিজে ওয়াটলিং নিজের অনামিকা ভেঙে ফেলেছেন। "ডান হাতের অনামিকার হাড় সরে গিয়েছে বিজে ওয়াটলিংয়ের। তারপরে মাঠে নামার আগে লাঞ্চ সেশনে তাঁকে পরিচর্যা করা হয়েছে।" জানানো হয় ব্ল্যাক ক্যাপসদের টুইটার পেজে। তারপরেই ধারাভাষ্যকারের আসনে বসে থাকা প্রাক্তন কিউয়ি তারকা ক্রেগ ম্যাকমিলান জানালেন, "বিজে ওয়াটলিংয়ের মানসিকতা লোহার থেকেও কঠিন।"
জাদেজাকা রান আউট করার সময় আঙুলে চোট পান ওয়াটলিং। জাদেজা কেন উইলিয়ামসনের দিকে বল ঠেলে দ্রুত রান নিতে গিয়েছিলেন। তবে নন স্ট্রাইকিং এন্ডে থাকা ঋষভ পন্থ সেই আবেদন নাকচ করে দেন। তারপরেই ক্রিজের মাঝপথে পৌঁছে গিয়েও দ্রুত স্ট্রাইকিং এন্ডে ফিরে আসেন। সেই সময়েই জাদেজার প্রান্তে বল ছোঁড়েন ক্যাপ্টেন কেক। সেই বল স্ট্যাম্পে লাগানোর সময় তাড়াহুড়োয় আঙুলের হাড় সরে যায় উইকেটকিপার ওয়াটলিংয়ের।
আরো পড়ুন: বুধবারই দেশের জার্সিতে নামলেন শেষবার! প্রতিপক্ষকে বিদায়ী বার্তায় হৃদয় জয় কোহলির
প্রচন্ড ব্যথা সত্ত্বেও মাঠ ছাড়তে চাননি তিনি। লাঞ্চের পরে ফের একবার তাঁকে উইকেটের পিছনে দেখা গিয়েছে। ব্যথা নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন।
৩৫ বছরের কিউয়ি তারকার এটাই শেষ টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বুধবারই ওয়াটলিংয়ের শেষ দিন। সেই জন্য এদিন মাঠে নামার আগে ক্যাপ্টেন কোহলি করমর্দন করে শুভেচ্ছাও জানান তারকা উইকেটকিপারকে। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয় আইসিসির টুইটার হ্যান্ডল থেকে। কোহলির এমন সম্মান জানানোয় আপ্লুত ক্রিকেট মহল।
আন্তর্জাতিক ক্রিকেটে উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড দলের উত্থানের পিছনে ওয়াটলিংয়ের অবদান কম নয়। ৭৩ টেস্টে এখনো পর্যন্ত ৮টি শতরান সহ করেছেন ৩৭৯০ রান। এছাড়া ২৮টি ওডিআই, ৫টি টি২০ খেলে করেছেন যথাক্রমে ৫৭৩, ৩৮ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফলতম উইকেটকিপারদের তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি। তাঁর নামের পাশে রয়েছে ২৬৩টি শিকার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন