Advertisment

বাউন্সারে হেলমেট খুলে একাকার! পূজারাকে নিয়ে চরম টেনশন সাউদাম্পটনে, দেখুন ভিডিও

WTC final 2021, India vs New Zealand: শনিবার ব্যাট করতে নেমে পূজারা ৩৫ বল পরে বাউন্ডারির মাধ্যমে রানের খাতা খোলেন। বিরাট কোহলির সঙ্গে পূজারার তৃতীয় উইকেটের পার্টনারশিপও বেশিক্ষণ টেকেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পূজারার হেলমেটে বল লাগল

অস্ট্রেলীয় সফরে বারবার গায়ে লাগার স্মৃতি ফিরিয়ে আনলেন চেতেশ্বর পূজারা। টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। আর ব্যাটিং করার সময়েই পূজারার হেলমেটে বাউন্সার আছড়ে পড়ল। সঙ্গেসঙ্গেই কিউয়ি বোলার ওয়াগনারকে দেখা গেল পূজারার সামনে গিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখতে। টিম ইন্ডিয়ার ফিজিও-ও তৎক্ষণাৎ ছুটে যান।

Advertisment

শনিবার ব্যাট করতে নেমে পূজারা ৩৫ বল পরে বাউন্ডারির মাধ্যমে রানের খাতা খোলেন। বিরাট কোহলির সঙ্গে পূজারার তৃতীয় উইকেটের পার্টনারশিপও বেশিক্ষণ টেকেনি।

আরো পড়ুন: ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামল ভারতীয় দল, কারণ জানাল বিসিসিআই

৩৭ তম ওভারের ঘটনা। ওয়াগনার ১৩০ কিমি বেগে বাউন্সার দিয়েছিলেন। পূজারা পুল করার চেষ্টা করলেও বলের লাইন মিস করে বসেন। সেই বলই সরাসরি আছড়ে পড়ে পূজারার হেলমেটের গ্রিলে। সঙ্গেসঙ্গেই হেলমেটের পিছনের কভার খুলে যায়।

বাউন্সার থেকে বাঁচলেও পূজারা বেশিক্ষণ টেকেননি। ব্যক্তিগত ৮ রানের মাথায় ট্রেন্ট বোল্টের ইনসুইংগার বুঝতে না পেরে লেগ বিফোর হয়ে যান।

টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা শুরুটা খারাপ করেননি। দুজনে আত্মবিশ্বাস নিয়েই মোকাবিলা করছিলেন সাউদি, বোল্টদের। প্রাথমিক ২০ ওভার খেলেও ফেলেন দুজনে। দলগত ৬২ রান তোলার পরে রোহিতকে প্রথমে ফেরান কাইল জেমিসন। তৃতীয় স্লিপে সাউদির হাতে ক্যাচ তুলে হিটম্যান ফেরেন ৩৪ রানে। শুভমান গিলও ঠিক কয়েক ওভার পরেই ওয়াগনারের সুইংয়ে পরাস্ত হয়ে উইকেটকিপার বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। ৬২/১, ৬৩/২ হয়ে যাওয়ার পরে দলের হাল ধরেন কোহলি এবং পূজারা।

স্কোরবোর্ডে ২৫ রান যোগ হওয়ার পরই পূজারাও ফিরে যান বোল্টের বলে। শেষ আপডেট অনুযায়ী, চা বিরতির ঠিক আগে ভারতীয় দলের স্কোর ১২০/৩। কোহলি (৩৫) এবং রাহানে (১৩) দলকে টানছেন।

ভারত প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Test cricket New Zealand Indian Cricket Team
Advertisment