Advertisment

কোহলিকে আউট করাই 'অপরাধ'! আইপিএল নিয়ে চরম হুমকির মুখে জেমিসন

WTC final 2021, India vs New Zealand: কোহলিকে আউট করার পরেই সোশ্যাল মিডিয়ায় জেমিসনকে টার্গেট করেন ভারতীয় ফ্যানরা। মুহুর্মুহু গালিগালাজ চলতে থাকে তাঁকে উদ্দেশ্য করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোহলিকে আউট করে বিপদে জেমিসন

সাউদাম্পটনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট কোহলিকে দুরন্ত ইনসুইংগারে আউট করেছেন তাঁরই আরসিবি সতীর্থ কাইল জেমিসন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন কিউয়ি পেসার। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। ৪৪ রানে নটআউট ছিলেন। তবে তৃতীয় দিন শুরু থেকেই কিউয়ি পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সমস্যায় পড়েছিলেন। শেষমেশ জেমিসনের দুরন্ত বোলিংয়ে ফিরতে হয় কোহলিকে। তারপরেই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে।

Advertisment

জেমিসন একাই পাঁচ উইকেট দখল করেন। ভারতও ২১৭ রানে গুটিয়ে যায়। তবে এরপরেই মাঠের বাইরে সমস্যায় পড়েন কাইল জেমিসন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা চড়াও হয় তাঁর ওপর। নেট মাধ্যমে। অনেক ফ্যানই সরাসরি তাঁর আইপিএল চুক্তি বাতিল করে দেওয়ার আর্জি জানিয়েছে আরসিবির কাছে। অনেকে আবার তাঁকে আক্রমণ করতে অশ্লীল গালিগালাজকে হাতিয়ার করেন।

publive-image

আরো পড়ুন: অলিম্পিক দলকে এবার কোটি কোটি সাহায্য! সৌরভদের সিদ্ধান্তকে কুর্নিশ গোটা দেশের

তৃতীয় দিনে ভারত ১৪৬/৩ থেকে খেলতে নামে। তারপরেই কোহলিকে দিয়ে আয়ারাম গয়ারাম পর্ব শুরু হয়। কোহলির পর জেমিসন আউট করেন ঋষভ পন্থকে। অজিঙ্কা রাহানে হাফসেঞ্চুরির ঠিক আগেই নীল ওয়াগনারের শর্ট বলের পাতা ফাঁদে পা দিয়ে আউট হয়ে ফেরেন। অশ্বিন-জাদেজা দুজনে ২৩ রান যোগ করলেও ভারত স্কোরবোর্ডে ২১৭-র বেশি তুলতে পারেনি।

কিউয়ি বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স কাইল জেমিসনের। ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন তিনি। এর মধ্যে কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পন্থের উইকেটও রয়েছে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে টম ল্যাথাম এবং ডেভন কনওয়ের পার্টনারশিপে ভর করে বেশ ভালো জায়গায়। ওপেনিং জুটিতে দুজনে ৭০ রান যোগ করার পরে সেই জুটিতে ভাঙন ধরান অশ্বিন।

টম ল্যাথামকে ফিরিয়ে দিয়ে। এরপরে দিনের শেষে ওভারে ডেভন কনওয়েকে (৫৪) ফিরিয়ে ইশান্ত শর্মা দ্বিতীয় ঝটকা দেন। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ১০১/২। ভারতের থেকে এখনও কিউয়িরা ১১৬ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন কেন উইলিয়ামসন এবং রস টেলর। চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা শুরু করা যায়নি এখনো।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Social Media Test cricket New Zealand Indian Cricket Team
Advertisment