Advertisment

গাভাসকারদের যুক্তি কানে নিলেন না কোহলি, WTC ফাইনালে শুরুতে ব্যাটিং ভারতের

WTC final 2021, India vs New Zealand: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। টসে হেরে ভারত শুরুতে ব্যাটিং করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
india, indian cricket team

টসে হারল ভারত

সুনীল গাভাসকার, অমিত মিশ্ররা সাফ জানিয়েছিল সিমিং পিচে একজন অতিরিক্ত পেসার নিয়ে নামুক ভারত। তবে সাউদাম্পটনের ফাইনালে অশ্বিন-জাদেজা, জোড়া স্পিনার নিয়েই খেলতে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামার ৪৮ ঘন্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিয়েছিল। সেখানে জোড়া স্পিনারকেই রেখেছিল ভারত। সেই একাদশই অপরিবর্তিত থাকছে।

Advertisment

টসে হারল ভারত। সাউদাম্পটনে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। জানালেন, মেঘাচ্ছন্ন পরিবেশ এবং সিমিং কন্ডিশন থাকায় বোলিং নেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই ছিল তাঁর। অর্থাৎ, চতুর্থ ইনিংসে ব্যাট করার চ্যালেঞ্জও নিলেন তিনি। নিউজিল্যান্ড একাদশে কোনো স্পিনার নেই। চারজন পেসার এবং একজন অলরাউন্ডার দিয়ে দল সাজিয়েছে কিউয়িরা।

আরো পড়ুন: ভারতীয় দলকে ব্যঙ্গ করে বিতর্কের মুখে ভন, ক্ষোভের আঁচ পোহাতে হল তারপরেই

ভারত ম্যাচে নামার ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দেওয়ার পরও নিয়ম অনুযায়ী, টসের আগে সেই ঘোষিত একাদশ বদলাতে পারত। সেই কথা মাথায় রেখেই গাভাসকার জানিয়েছিলেন, অশ্বিন, জাদেজার মধ্যে একজনকে বসিয়ে তার পরিবর্তে একজন অতিরিক্ত পেসার খেলাক ভারত। কারণ সাউদাম্পটনের পিচে অতিরিক্ত পেস এবং বাউন্স থাকবে। আবহাওয়াও পেসারদের পক্ষে অনুকূল। সেই যুক্তিই শোনা গিয়েছিল জাতীয় দলের স্পিনার অমিত মিশ্রের গলাতেই।

তারপরেও এক্সট্রা পেসার না খেলানো নিয়ে কোহলির যুক্তি, ভারতের ব্যাটিং গভীরতা অনেক বেশি। তাছাড়া পিচে ভেজা ভাব থাকায় তাঁর ফায়দা নিয়ে পারবেন অশ্বিন-জাদেজা। দুজনেই বিশ্বের যেকোনো মাঠে প্রভাব ফেলতে পারেন। এসব ফ্যাক্টর মাথায় রেখেই সাউদাম্পটনে জোড়া স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রথম দিন বৃষ্টিতে খেলা ধুয়ে গিয়েছিল। এক বল খেলা তো দূর টস-ই করা যায়নি। দ্বিতীয় দিনেও খেলা সম্ভব কিনা, তা নিয়ে আশঙ্কা ছিল। তবে সকালেই ধারাভাষ্যকার হিসাবে সাউদাম্পটনে হাজির থাকা দীনেশ কার্তিক সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, সকালেই রোদ উঠেছে। যা খুশি এনে দেয় ক্রিকেট মহলে। তারপরেই পরিস্থিতি দেখে নির্ধারিত সময়ের একঘন্টা পিছিয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী-ই ভারতীয় সময়ে দুপুর আড়াইটার সময় টসের সময় ধার্য হয়। খেলা শুরু হয়েছে দুপুর তিনটেয়।

ঘটনা হল, গাভাসকারদের পরামর্শ কানে না তুলে কোহলি-শাস্ত্রী সঠিক সিদ্ধান্ত নিলেন কিনা, তা নিয়ে আলোচনা চলছেই।

ভারত প্রথম একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা

নিউজিল্যান্ড প্ৰথম একাদশ:

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Indian Cricket Team Test cricket New Zealand
Advertisment