Advertisment

WTC ফাইনালে লজ্জার রেকর্ড টিম ইন্ডিয়ার! কলঙ্কের সাক্ষী থাকল সাউদাম্পটন

WTC final 2021, India vs New Zealand: মাত্র ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার বিপক্ষের ১০ উইকেট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে এমন কলঙ্কিত হতে হবে ভাবতেও পারেনি টিম ইন্ডিয়া। ষষ্ঠ দিনের রোদ ঝলমলে পরিবেশে ব্যাটিং ট্র্যাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং মুখ থুবড়ে পড়ল। রোজ বোলের পিচে হোঁচট খেতে খেতে এগোল ভারতের ব্যাটিং। ঋষভ পন্থের একবার জীবন পেয়ে ৪১ বাদে বলার মত আর কিছুই নেই।

Advertisment

২০১৮ সালের পর এই প্রথমবার ভারতীয় ব্যাটিং লাইন আপে কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করতে পারল না। শেষবার লর্ডসে এমন কান্ড ঘটেছিল। তারপর ভারত দেশে বিদেশে ২৬টা টেস্ট খেলে ফেলেছে। সেই ইংল্যান্ডে এসেই কলঙ্কিত হতে হল কোহলিদের।

আর ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে কেন উইলিয়ামসনও নজির গড়লেন। তিনিই প্রথম ক্যাপ্টেন যাঁর বিপক্ষে ভারত টানা ছয়টা ইনিংসে ২৫০ রানের গন্ডি পেরোতে পারল না। তাঁর ক্রিকেট প্রজ্ঞা তো বটেই, বোলারদের কীভাবে নিখুঁতভাবে ব্যবহার করতে হয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটিং লাইন আপের বিপক্ষে, সেটাই যেন প্রমাণ।

আরো পড়ুন: ভারতের চাই ১০ উইকেট, ইতিহাস গড়তে কিউয়িদের টার্গেট ১৩৯! থ্রিলারে পৌঁছল ফাইনাল

এই নিয়ে চতুর্থবার নিউজিল্যান্ড ভারতের দুই ইনিংসে ২০টা উইকেটই দখল করল। এমন কীর্তি প্রথমবার ঘটেছিল ২০০২-এর ওয়েলিংটন টেস্টে, তারপর হ্যামিল্টন (২০০২), অকল্যান্ড (২০১৪) এবং সাউদাম্পটন (২০২১)।

লজ্জার পরিসংখ্যানে জুড়ে গিয়েছেন বিরাট কোহলিও। কোহলিকে কার্যত 'বানি' বানিয়েছেন আরসিবিটে একইসঙ্গে খেলা জেমিসন। তিন টেস্টে এই নিয়ে কোহলিকে তিনবার আউট করলেন কিউয়ি পেসার। এর মধ্যে দু-বারই চলতি সাউদাম্পটন টেস্টে। আর বুধবার হারলে কোহলির নেতৃত্বে আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার হারের ট্র্যাডিশনও বহাল থাকবে- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৭, ফাইনাল), আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (২০১৯, সেমিফাইনাল) এবং আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (২০২১)।

আরো পড়ুন: কেরিয়ারের শেষ দিনে ভাঙল আঙ্গুলও, তবু মাঠ ছাড়লেন না কিউয়ি তারকা! চোখে জল সকলের

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ১৭০ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যাওয়ার পরে নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৯। সেই টার্গেট তাড়া করতে নেমে কিউয়িরা শেষ আপডেট অনুযায়ী, ৬৪/২। ক্রিজে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১২) এবং রস টেলর (১৪)। নিউজিল্যান্ডের দুই ওপেনারকেই আউট করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Test cricket New Zealand
Advertisment