India vs New Zealand WTC Final Predicted Playing 11: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৫ জনের স্কোয়াড আগেই ঘোষণা করে দিয়েছিল ভারত। সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে শুক্রবার ১৮ জুন ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
চোটের কারণে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ মিস করার পর হনুমা বিহারি, রবীন্দ্র জাদেজা এবং ঋদ্ধিমান সাহা কামব্যাক করেছেন ১৫ জনের স্কোয়াডে।
ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থকে একসঙ্গে ১৫ জনের স্কোয়াডে রাখার অর্থ দুজন উইকেটকিপার ব্যাটসম্যানকে ধরেই ফাইনালের পরিকল্পনা করছে ভারত। আর মায়াঙ্ক আগারওয়াল এবং কেএল রাহুলকে বাইরে রাখা দেখেই পরিষ্কার শুভমান গিল এবং রোহিত শর্মাই সাউদাম্পটনে ভারতীয় ইনিংসের সূচনা করবেন।
আরো পড়ুন: হায়দরাবাদ ক্রিকেট থেকে ‘বিতাড়িত’ আজাহারউদ্দিন! অবশেষে চরম সিদ্ধান্ত নিল বোর্ড
স্কোয়াডে রাখা হয়েছে পাঁচজন সিমারকে- জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের পাঁচদিনই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। পিচ কিউরেটর সাইমন লি-ও জানিয়ে দিয়েছেন হ্যাম্পশায়ার বোল-এর মাঠে বোলারদের জন্য বাউন্স থাকবে। আবহাওয়া এবং পিচ থেকে ফায়দা তোলার জন্য রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে একজনকে বসিয়ে চার পেসার খেলাতে পারে টিম ইন্ডিয়া। উমেশ যাদব সম্ভবত বাইরে থাকবেন। প্রথম একাদশে রাখা হতে পারে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজকে।
জাদেজাকে ১৫ জনের স্কোয়াডে রাখায় বাইরে যেতে হয়েছে ইংল্যান্ড সিরিজের সফলতম স্পিনার অক্ষর প্যাটেলকে। স্পিন বোলিং অপশন হিসাবে কোহলির হাতে থাকছে রবিচন্দ্রন অশ্বিনের নামও। ফাইনাল লিস্টে নেই মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দররাও।
টিম ইন্ডিয়া স্কোয়াড:
শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, উমেশ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ
ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন/রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন