Advertisment

WTC ফাইনালে বাদ শার্দুল, জায়গা হল না মায়াঙ্কেরও! দেখুন কেমন দল নামাচ্ছেন কোহলিরা

কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের দর্শনই হল, রিজার্ভ ক্রিকেটাররা ভালো করলেও প্রথম বাছাইরা তালিকায় অগ্রাধিকার পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্রিসবেন টেস্টের হিরো শার্দুল ঠাকুর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়লেন। ১৮ জুলাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া। সেই দলেই বাদ পড়েছেন শার্দুল ঠাকুর। শার্দুলের বদলে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন উমেশ যাদবও।

Advertisment

আইসিসি প্রোটোকল অনুযায়ী টেস্ট ম্যাচে নামার ৪৮ ঘন্টা আগে স্কোয়াড ঘোষণা করে দিতে হয়। সেই স্কোয়াডই জানিয়ে দিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলীয় সফরে চোট পাওয়া উমেশ যাদব, মহম্মদ শামি, হনুমা বিহারি প্রত্যেককেই রাখা হয়েছে ১৫ জনের স্কোয়াডে। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি মায়াঙ্ক আগারওয়াল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের।

আরো পড়ুন: জাতীয় দলের হেড কোচের নাম ঘোষণা করে দিলেন সৌরভ, পুরোনো বন্ধুতেই রাখলেন আস্থা

টেস্টে নামার আগে আন্তঃস্কোয়াড যে ম্যাচ হয়েছিল সেখানে বিরাট কোহলি একাদশের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল কেএল রাহুল একাদশ। রাহুলকেও এই স্কোয়াডে রাখা হয়নি। প্রস্তুতি ম্যাচে ভাল ছন্দে ছিলেন কেএল। তবে প্রথম বাছাইদেরই স্কোয়াডে রাখা হয়েছে।

কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের দর্শনই হল, রিজার্ভ ক্রিকেটাররা ভালো করলেও প্রথম বাছাইরা তালিকায় অগ্রাধিকার পাবেন। প্রথম বাছাইরা চোট পেলে তবেই রিজার্ভদের ভাগ্যে সুযোগ জুটবে। সেই নীতিতেই শার্দুলের বদলে দলে উমেশ যাদব। রবিচন্দ্রন অশ্বিনকে একমাত্র স্পিনার হিসাবে রাখা হয়েছে। অলরাউন্ডারের ক্যাটাগরিতে জাদেজা ফিরতেই বসতে হচ্ছে অক্ষর প্যাটেলকে।

একইভাবে মায়াঙ্ক আগারওয়াল এবং কেএল রাহুল এখনো প্রথম বাছাই নন। শুভমান গিল এবং রোহিত শর্মা খেলতে না পারলেও একমাত্র সুযোগ জুটবে তাঁদের।

স্কোয়াডে অবশ্য ঋষভ পন্থের সঙ্গেই জায়গা করে নিয়েছেন ঋদ্ধিমান সাহা। টেস্ট চলাকালীন পরিবর্ত হিসাবে প্রয়োজন হলে পন্থের বদলে নামতে পারবেন ঋদ্ধিমান।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Test cricket New Zealand
Advertisment