Advertisment

তিনটে ফাইনাল হোক! সেরার সেরা টেস্ট দল বাছতে যুগান্তকারী প্রেসক্রিপশন শাস্ত্রীর

টিম ইন্ডিয়া যখন সেরা তারকাদের নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকবে, সেই সময়েই সীমিত ওভারের দল আবার শ্রীলঙ্কা সফরে খেলবে বাকি তারকাদের নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একটা নয়, দুটো নয়। তিনটে ফাইনাল খেলা হোক। তাতেই নির্ধারিত হোক চ্যাম্পিয়ন। ওয়ার্ল্ড টেস্ট সিরিজ ফাইনালে খেলতে ইংল্যান্ডে উড়ে আসার আগে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীর প্রেসক্রিপশন এমনটাই। মুম্বইয়ে একপ্রস্থ কোয়ারেন্টাইন সেরে টিম ইন্ডিয়া ইংল্যান্ডে পৌঁছবে ৩ জুন। তার আগে বিদায়ী সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী দুরন্ত নিদান দিয়ে গেলেন।

Advertisment

"গোটা বিশ্বজুড়ে আড়াই বছরের টেস্ট খেলার শেষে তিনটে সেরা দুই দলের মধ্যে তিনটে টেস্ট খেলা হোক। তবে এফটিপি সূচি অনুযায়ী, আমাদের দ্রুত এটা শেষ করতে হবে। তাই একটাতেই চ্যাম্পিয়নশিপের ফয়সালা হচ্ছে। শীর্ষে থাকার যোগ্যতা টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা অর্জন করেছে। রাতারাতি এই সাফল্য আসেনি। শীর্ষে থাকার অর্থই হল শীর্ষে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে।" বলে দিয়েছেন শাস্ত্রী।

আরো পড়ুন: ২৮ বছরেই অবসর নিয়ে ভারত ছাড়লেন বিশ্বকাপজয়ী তারকা! খেলবেন আমেরিকার হয়ে

এরপরে তাঁর আরো সংযোজন, "এবারই প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হাতে চলেছে। এই ম্যাচের গুরুত্বের দিকেই তাকালেই স্পষ্ট, সেরার সেরা ম্যাচ হতে চলেছে।" কোচ শাস্ত্রীর কথায় একমত হয়েছেন ক্যাপ্টেন কোহলিও। বলেছেন, "এই ফাইনালের গুরুত্ব অনেক। টেস্টে খেলে গর্বিত হই আমরা প্রতিনিয়ত। ফাইনালে খেলতে পারা দুরন্ত এক অভিজ্ঞতা হতে চলেছে।"

টিম ইন্ডিয়া যখন সেরা তারকাদের নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত থাকবে, সেই সময়েই সীমিত ওভারের দল আবার শ্রীলঙ্কা সফরে খেলবে বাকি তারকাদের নিয়ে। টি২০ বিশ্বকাপের কথা ভেবেই সীমিত ওভারের তারকাদের দ্বীপরাষ্ট্রে পাঠানো হচ্ছে। আর এই টেমপ্লেটই বিশ্বক্রিকেটে নতুন যুগ তৈরি করতে চলেছে। বলছেন শাস্ত্রী।

সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেডস্যার জানিয়েছেন, "যাতায়াতের নিষেধাজ্ঞার জন্য এই মুহূর্তে এমনটা হচ্ছে। তবে ভবিষ্যতে খেলাটা, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেট আরো প্রসারিত হলে এটা একটা নতুন টেমপ্লেট হয়ে দাঁড়াতে পারে।"

শাস্ত্রীর আরো সংযোজন, "যদি বিশাল ক্রিকেটারদের পুল থাকে এবং টি২০ ক্রিকেটের আরো সম্প্রসারণের সম্ভবনা থাকে। এটা পথ দেখাবে। ৮-৯ বছর পর অলিম্পিকে ক্রিকেট খেলা হলে অনেক বেশি অংশগ্রহণকারী দেশের প্রয়োজন হবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ravi Shastri Indian Cricket Team Test cricket
Advertisment