ICC World Test Championship 2023-25 Points Table: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও দুর্ধর্ষ জয় পেল দক্ষিণ আফ্রিকা। ১০৯ রানে জেতার পর দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে পেরিয়ে শীর্ষস্থানে পৌঁছে গেল। আর মাত্র একটা ম্যাচ জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলবে তাঁরা।
Advertisment
শ্রীলঙ্কাকে হারানোর নায়ক কেশব মহারাজ। সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের শেষদিনে মহারাজের ৫ উইকেটের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা ১০৯ রানে জয় পেল। সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ হোয়াইটওয়াশ হল। শেষদিনে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল শ্রীলঙ্কার বাকি ৫ উইকেট। তা ফেলতে সময় লাগল মাত্র ৭০ মিনিট।
কেশব মহারাজের বোলিং ফিগার ৭৬/৫। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আবহে ভারত-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ হয়ে চলেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্লিন সুইপে সিরিজ জয়ে কার্যত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিশ্চিত হয়ে গেল। সামনেই দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।
Advertisment
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল
স্থান
দলের নাম
ম্যাচ সংখ্যা
জয়
পরাজয়
ড্র
মোট পয়েন্ট
প্রাপ্ত পয়েন্ট
১
দক্ষিণ আফ্রিকা
১০
৬
৩
১
১২০
৭৬
২
অস্ট্রেলিয়া
১৪
৯
৪
১
১৬৮
১০২
৩
ভারত
১৬
৯
৬
১
১৯২
১১০
৪
শ্রীলঙ্কা
১১
৫
৬
০
১৩২
৬০
৫
ইংল্যান্ড
২১
১১
৯
১
২৫২
১১৪
৬
নিউজিল্য়ান্ড
১৩
৬
৭
০
১৪৪
৬৯
৭
পাকিস্তান
১০
৪
৬
০
১২০
৪০
৮
বাংলাদেশ
১২
৪
৮
০
১৪৪
৪৫
৯
ও. ইন্ডিজ
১১
২
৭
২
১৩২
৩২
সেই সিরিজের একটি ম্যাচ জিতলেই প্রোটিয়াজদের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। এদিকে ভারত তিন নম্বরে নেমে গিয়েছে তালিকায়। বর্ডার গাভাসকার ট্রফি এই মুহূর্তে ১-১।
বাকি তিন টেস্টের মধ্যে দুটোতে ভারতকে জিততেই হবে ফাইনালে পৌঁছনোর জন্য। তাই পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারত গলা ফাটাতে চলেছে। প্রোটিয়াজ মুলুকে পাকিস্তান জিতলে ভারতের ভাগ্য খুলে যাবে। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য এবার পাকিস্তানের হাতে।