WTC Points Table after Adelaide Test: টেস্ট ফাইনালে খেলার স্বপ্ন চুরমার ভারতের! এডিলেড টেস্ট হারতেই হাহাকার রোহিতদের

World Test Championship Points Table update: এডিলেড টেস্ট হেরে তলিয়ে গেল টিম ইন্ডিয়া, ঝরে গেল ব়্যাংঙ্কিয়ে, ফের শীর্ষস্থান দখল করল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

World Test Championship Points Table update: এডিলেড টেস্ট হেরে তলিয়ে গেল টিম ইন্ডিয়া, ঝরে গেল ব়্যাংঙ্কিয়ে, ফের শীর্ষস্থান দখল করল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Australia, ভারত, অস্ট্রেলিয়া,

India-Australia: এডিলেডে ভারতের হারের পর। (ছবি- টুইটার)

ICC World Test Championship 2023-25 Points Table: এডিলেড টেস্ট হারের পর ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে ফের এক নম্বরে অস্ট্রেলিয়া। গোলাপি বলের ম্যাচে হেরে ভারত নেমে গেল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল রবিবারই আপডেট হল। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের দ্বিতীয় ম্যাচ এডিলেডে রবিবারই শেষ হয়েছে। মাত্র তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি ঘটল। গোলাপি বলের টেস্টে ১০ উইকেটে পরাজিত হল টিম ইন্ডিয়া। আর, তারপরই রদবদল ঘটল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। সেখানেই দেখা গেল যে ভারত তৃতীয় স্থানে নেমে গিয়েছে।

Advertisment

এই পয়েন্ট টেবিলের দৌলতে আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেল টিম ইন্ডিয়াকে এখন বিজিটি সিরিজের বাকি ৩টি ম্যাচ জিততেই হবে। তাহলেই ভারত ৬৪.০৩ পিসিটি এবং ১৪৬ পয়েন্ট নিয়ে সিরিজ শেষ করতে পারবে। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। ব্রিসবেনের গাব্বায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ১৮ ডিসেম্বর পর্যন্ত ওই ম্যাচ চলবে। 

বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের বাকি ম্যাচগুলোর সময়সূচি

ম্যাচ নম্বরপ্রতিপক্ষ দেশশুরুর সময়কবে থেকে কবে
৩য় টেস্টঅস্ট্রেলিয়া-ভারতব্রিসবেন (স্থানীয় সময় সকাল ৫:৫০)চলবে ১৪-১৮ ডিসেম্বর
৪র্থ টেস্টঅস্ট্রেলিয়া-ভারতমেলবোর্ন (স্থানীয় সময় সকাল ৫টা)চলবে ২৬-৩০ ডিসেম্বর
৫ম টেস্টঅস্ট্রেলিয়া-ভারতসিডনি (স্থানীয় সময় সকাল ৫টা)চলবে ৩-৭ জানুয়ারি
Advertisment

পার্থে প্রথম টেস্ট জেতার পর ভারতের পয়েন্ট বেড়ে হয়েছিল ৬১.১১। এডিলেড টেস্ট হারায় সেটাই কমে হল ৫৭.২৯। পয়েন্ট টেবিলে ভারতের থেকে এখন এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরেই ছিল। কিন্তু, পার্থ টেস্ট হারার পর তারা পিছিয়ে পড়েছিল। নেমে গিয়েছিল তৃতীয় স্থানে।

আরও পড়ুন- এডিলেডে ভারতের দর্পচূর্ণ, আড়াই দিনের কম সময়েই রোহিতদের মাটিতে মেশাল অস্ট্রেলিয়া

চলতি চ্যাম্পিয়নশিপে রবিবার অস্ট্রেলিয়া তাদের ৯ম জয় পেল। পার্থে হারার পর তাদের পয়েন্ট ছিল ৫৭.৬৯। এডিলেডে সেটাই বেড়ে হল ৬০.৭১। তালিকায় দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট ৫৯.২৬। তারা অবশ্য গকেবেরায় শ্রীলঙ্কাকে হারাতে পারলে তালিকার একনম্বরে চলে যেতে পারে। 

Team-India Team India Test cricket Cricket News Border-Gavaskar Trophy Indian Cricket Team Australia Cricket Team