Advertisment

রাজনীতিতে এবার WWE সুপারস্টার গ্রেট খালি! পাঞ্জাব ভোটের ঠিক আগেই BJP-র মাস্টারস্ট্রোক

অবশেষে রাজনীতির আঙিনায় পা দিলেন ডব্লিউডব্লিউ-ই তারকা দ্যা গ্রেট খালি। বিজেপিতে যোগ দিলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

WWE তারকা এবং পেশাদার কুস্তিগির দিলীপ সিং রানা ওরফে দ্যা গ্রেট খালি এবার রাজনীতির আঙিনায় পা দিলেন। যোগ দিলেন কেন্দ্রীয় শাসক দল বিজেপিতে। বৃহস্পতিবারই রাজধানীতে বিজেপির দফতরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সুপারস্টার।

Advertisment

বিজেপির কেন্দ্রীয় দফতরে রাজ্যসভা সাংসদ অরুণ সিং, জিতেন্দ্র সিং এবং লোকসভা সাংসদ সুনিতা দুগ্গলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

আরও পড়ুন: একজন-দুজন নন, শ্রীলঙ্কার বিরুদ্ধে চার সিনিয়র বাদ পড়ছেন টিম ইন্ডিয়ায়! তুঙ্গে আলোচনা

বিজেপিতে যোগ দিয়েই খালি জানিয়েছেন, "বিজেপিতে যোগ দিতে পেরে ভাল লাগছে। ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দেশের প্রতি নরেন্দ্র মোদির অবদান তাঁকে সঠিক প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে। তাই ভাবলাম, তাঁর সরকারের অংশ হতে পারলে বেশ হয়।"

সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিজেপির জাতীয় স্তরের কর্মপন্থায় উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে যোগ দেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। পাঞ্জাবে কিছুদিন পরেই ভোট। তাঁর আগে খালির যোগদান অক্সিজেন জোগাবে বিজেপিকে। ফেব্রুয়ারির ১৪-য় পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ১০ মার্চ।

আরও পড়ুন: শনিবারই IPL-এ ১০ দলের সুপারহিট নিলাম! কখন, কোন চ্যানেলে দেখা যাবে, জানুন

পেশাদারি কুস্তির জগতে বেশ নামি মুখ দিলীপ সিং রানা। WWE-তে বাতিস্তা, শন মিচেলস, জন সেনা, কেনদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন একাধিকবার। WWE হল অফ ফেম-এ ২০২১-এ অন্তর্ভুক্ত করে নেওয়া হয় মহাতারকাকে। শুধু তাই নয়, একাধিক হলিউড ছবিতেও দেখা গিয়েছে খালিকে। ম্যাকগ্রূবার, গেট স্মার্ট, দ্যা লংয়েস্ট ইয়ার্ড-এর মত ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন।

ভারতে কুস্তির পরবর্তী প্রজন্ম তৈরি করার উদ্দেশ্য খালি স্কুল নির্মাণও করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp WWE Wrestling Sports News
Advertisment